নিজস্ব সংবাদদাতা
২৪ অক্টোবর, ২০২৪, 12:30 PM
বঙ্গভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার
বঙ্গভবনের মূল ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। সরজমিনে দেখা যায়, কাঁটাতারের ব্যারিকেডের সামনে কনক্রিটের প্রতিবন্ধক তৈরি করেছে সেনাবাহিনী। এর সামনেও কাঁটাতারের অতিরিক্ত ব্যারিকেড দিতে সেনাবাহিনীর সদস্যদের ব্যস্ত থাকতে দেখা যায়।
এছাড়া, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, এপিবিএন এবং বিজিবির সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে কঠোর নজরদারি বজায় রেখেছে।
সম্প্রতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কি না, সে প্রশ্নে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া এক বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর অবস্থান নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুর আলোচনা শুরু হয় সম্প্রতি মানবজমিনের প্রকাশনা জনতার চোখের এক প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশের পর। এতে দৈনিকটির প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন, তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।