ফেসবুক লাইভে ৪ জনকে হত্যা করলো মার্কিন যুবক
০৮ সেপ্টেম্বর, ২০২২, 5:06 PM

NL24 News
০৮ সেপ্টেম্বর, ২০২২, 5:06 PM

ফেসবুক লাইভে ৪ জনকে হত্যা করলো মার্কিন যুবক
যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে ফেসবুক লাইভে গিয়ে গাড়ি চালিয়ে গুলি করে চার জনকে হত্যা করেছে এক যুবক। কয়েক ঘণ্টা ধরে এমনভাবে হামলা চালান ১৯ বছর বয়সী এই বন্দুকধারী। পরে অবশ্য তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এজেকিয়েল কেলিকে কাস্টডিতে নেয়া হয়েছে।
পুলিশ ডিরেক্টর সেরিলিন ডেভিস বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, মেমফিসজুড়ে সাতটি স্থানে হামলা চালায় কেলি। এ ঘটনায় চার জন নিহত এবং তিন জন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শুরু হওয়া ওই হামলা চলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত।
তিনি বলেন, কমপক্ষে আটটি স্থানে অপরাধ সংঘটন হয়েছে। সাতটি স্থানে গুলির ঘটনা এবং একটি স্থানে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, হামলার ঘটনা ফেসবুকে লাইভ করেন কেলি।