ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

ফিলিস্তিনি স্কুলে গুলি চালালো ইসরায়েলি দখলদার

#

১৪ মার্চ, ২০২২,  11:09 PM

news image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পুরোপুরি বিনা উসকানিতে গুলি চালিয়েছে এক ইসরায়েলি দখলদার। গত রোববার (১৩ মার্চ) বেথলেহেমের তুকু গ্রামে মেয়েদের একটি স্কুলে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা সাফার বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

বেথলেহেমের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান বাসাম জাবর জানিয়েছেন, রোববার ইসরায়েলি দখলদারভর্তি একটি বাস থেকে নেমে স্কুলের দিকে হঠাৎ গুলি ছুড়তে শুরু করেন এক ব্যক্তি। এতে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনি এ কর্মকর্তা জানান, হামলার পরপরই পাঠদান বাতিল করে সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সাফার খবর অনুসারে, হামলাকারী গুলি চালিয়ে চলে গেলেও কিছুক্ষণ পর আরও ইসরায়েলি দখলদারকে সঙ্গে ফিরে আসেন। তারা স্কুলটির আশপাশে অনেকক্ষণ ছিলেন।

অবরুদ্ধ পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলিদের হামলা-নির্যাতন অনেকটা নিত্যদিনের ঘটনা। তবে এর জন্য হামলাকারীদের বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা খুবই বিরল।

গত ৬ মার্চ ভোরে পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদের প্রবেশদ্বারে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই কিশোর দুই ইসরায়েলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছিল বলে অভিযোগ করা হয়। শুধু তা-ই নয়, ছেলেটি নিহত হওয়ার পর অভিযান চালিয়ে তার ভাইকেও গ্রেফতার করে দখলদার বাহিনী।

এছাড়া, গত ১ মার্চ পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী