NL24 News
১৭ ফেব্রুয়ারি, ২০২২, 10:48 AM
ফিলিস্তিনিদের ওপর হামলা, ১৭ ইসরাইলি আটক
অনলাইন ডেস্ক : ১৭ ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে ইসরাইলের পুলিশ।
দেশটির পুলিশ জানিয়েছে,ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের একটি গ্রামে আটক ১৭ ইসরাইলি নাগরিক হাওয়ারা গ্রামে ২৪ জানুয়ারী পাথর ও লাঠি নিয়ে হামলা চালায়।
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা নিয়মিত ইহুদি অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিদের হামলার স্বীকার হন।
এতে একজন ফিলিস্তিনি গুরুতর আহত হন। হামলা করে তারা সাধারণ ফিলিস্তিনিদের গাড়ি, বাড়ি ও দোকানের ক্ষতি সাধন করেন।
এসব হামলার বিষয়ে অভিযোগ করলেও পুলিশ সাড়া দেয় না। ফলে বেশিরভাগ অপরাধীকে কোনো শাস্তি ভোগ করতে হয় না।
ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’সালেম জানিয়েছে, ২০২০ সাল থেকে তারা ইহুদি ইসরাইলিদের এমন ৪৫১টি হামলার বিষয় নিবন্ধন করেছে।
এসব হামলার ৬৬ ভাগে পুলিশ ঘটনাস্থলেই যায়নি। ফলে কাউকে গ্রেফতার হতে হয়নি।