ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও অভ্যর্থনা অনুষ্ঠানে সেহরিন সেলিম (রিপন)

#

০৩ জুন, ২০২২,  4:13 PM

news image

লন্বৃডন :: বৃটিশ রাণীর প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও অভ্যর্থনা অনুষ্ঠানে  উপস্থিত থাকবেন ক্যাপটিন মনসুর আলির নাতি সেহরিন সেলিম (রিপন)। বৃটিশ রাণী এলিজাবেথের সিংহাসনে আরোহনের প্লাটিনাম জুবিলি বা ৭০ বছর পুর্তি পালন উপলক্ষে যুক্তরাজ্য জুরে থাকছে নানা আয়োজন। এই আয়োজনের অংশ হিসেবে আগামীকাল ৩জুন  শুক্রবার সেন্ট পলস ক্যাথেড্রালে রানির রাজত্বের জন্য ঐতিহ্যবাহী ধন্যবাদ জ্ঞাপনের  অনুষ্ঠান এবং একটি গিল্ডহল অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নেতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র, আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলিমের পুত্র মোহাম্মদ  সেহরিন সেলিম (রিপন)।

সকাল ১১ টার ঠিক আগে, ইংল্যান্ডের বৃহত্তম গির্জার ঘণ্টা গ্রেট পল অনুষ্ঠান শুরুর সংকেত হিসেবে বেজে উঠবে। রাজপরিবারের সদস্যরা অতিথিদের সাথে  সকাল ১১টায় অনুষ্ঠানে  পৌঁছাবেন।রাণী এলিজাবেথ তার পরিবারের সকল সদস্য ও নিকট আত্বিয়রা সেখানে উপস্থিত থাকবেন। দুপুর ১২টায় লর্ড মেয়র কর্তৃক আয়োজিত একটি গিল্ডহল অভ্যর্থনা অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যরা অংশ নিবেন।  মোহাম্মদ সেহরিন সেলিম (রিপন) জানায়, তিনি  রাণীর প্লাটিনাম জুবিলির সেন্ট পলস ক্যাথেড্রালের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং গিল্ডহলের অভ্যর্থনা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন আজ তিনি এবং তার স্ত্রী ফারহানা সেলিম এ অনুষ্ঠানে যোগ দিবেন। 

তিনি আরো জানান, আমি রাণীর প্লাটিনাম জুবিলিতে আমন্ত্রণ পেয়েছি এবং এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষি হতে পারছি এটা আমার জন্য অনে সৌভাগ্যের এবং একজন বাংগালি হিসেবে অনেক গর্বের। রাণী গত ৭০ বছর ধরে আমাদের সেবা দিয়ে গেছে সে জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তার সুস্বাস্থ ও দীর্ঘায়ু  কামনা করেছি। 

এই অনুষ্ঠানটি রাণীর দেশ জুরে উদযাপিত একটি মাইল ফলক।১৯৫২র ফেব্রুয়ারীতে বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর সিংহাসনে বসেন 

রাণী দ্বিতীয় এলিজাবেথ তিনি এখনো একমাত্র শাসক।৯৬ বছর বয়সি রাণী হলেন ব্রিটেনের ব্রিটেনের দীর্ঘতম রাজত্বকারী শাসক।

উল্লেখ্য, মোহাম্মদ সেহরিন সেলিম (রিপন), পুর্ব লন্ডনের সুবিধা বন্চিত সম্প্রদায়ের সেবার জন্য( লন্ডন, গ্রেটার লন্ডন) নতুন বছরে মেম্বার অব দ্য মোষ্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) খেতাবে ভুষিত হয়েছেন।

তাছারাও তিনি যুক্তরাজ্যে সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় চার নেতা পরিষদের সহ সভাপতি, বাংলাদেশে “ শহীদ ক্যাপটেন মনসুর আলী ফাউন্ডেশন বাংলাদেশ”এর সভাপতি এবং মুক্তিযাদ্ধকালীন পত্রিকা “ সাপ্তাহিক দাবানল” এর প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী