প্রেসিডেন্ট হিসেবে প্রথমেই যে ৭ কাজ করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর, ২০২৪, 11:37 AM

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর, ২০২৪, 11:37 AM

প্রেসিডেন্ট হিসেবে প্রথমেই যে ৭ কাজ করবেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় প্রত্যাবর্তনের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। মাত্র চার বছর আগে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর এবার বিশাল ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প—বিশেষ করে অভিবাসন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং অর্থনীতি নিয়ে। এবার দেখা যাক, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম সাতটি গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে?
নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম লক্ষ্য অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো। তিনি সীমান্ত সুরক্ষায় আরও কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ সম্পন্ন করার অঙ্গীকার করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়নে আইনগত ও আর্থিক বাধা সৃষ্টি হতে পারে।
ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এসে ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন। তিনি মনে করেন, এই যুদ্ধের অর্থনৈতিক চাপ আমেরিকার ওপর পড়ছে। এছাড়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতেও ইসরায়েলকে সমর্থন করবেন বলে জানিয়েছেন তিনি।
অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাম্প মূল্যস্ফীতি কমাতে এবং কর হ্রাসে গুরুত্ব দেবেন। তিনি বিদেশি পণ্যের ওপর ১০ শতাংশ নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন। চীনা পণ্যের শুল্ক বাড়ানোরও ইচ্ছা প্রকাশ করেছেন। এর মাধ্যমে স্থানীয় শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা তার।
জলবায়ু নীতিতে কাটছাঁট করে জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়াতে চান ট্রাম্প। তিনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়ে জলবায়ু সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি গর্ভপাতের অধিকার রদ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যা মার্কিন কট্টরপন্থীদের মধ্যে সমর্থন পাচ্ছে। এ ছাড়া ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার জন্য অভিযুক্ত সমর্থকদের মুক্তি দেওয়ার কথাও বলেছেন।