ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধান হবে

#

২৫ ডিসেম্বর, ২০২১,  1:06 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসব বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। অচিরেই এসব সমস্যা সমাধান করা হবে। গতকাল শুক্রবার মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আশা ব্যক্ত করেন।
প্রবাসী সব বাংলাদেশিকে কোভিড টিকা দেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। আর দালাল ধরে অবৈধভাবে বিদেশে পাড়ি না জমাতেও বাংলাদেশিদের অনুরোধ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ অনেকে মানবাধিকারের কথা বলেন; ন্যায়বিচারের কথা বলেন। অথচ ১৫ আগস্টের খুনিদের বিচার চাওয়ার কোনো অধিকার আমাদের ছিল না। আমাকে লম্বা সময় দেশের বাইরে থাকতে হয়েছে। খুনিদের ইনডেমনিটি দিয়ে বাঁচানো হচ্ছিল। তখন শত বাধা ডিঙিয়ে দেশে ফিরেছিলাম।’ তিনি বলেন, ‘এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই। 
বারবার আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ দেশের মানুষের ভাগ্য বদল করতে পারব, এটাই আমার প্রতিজ্ঞা।’ 
দেশের উন্নয়নের মাধ্যমে খুনিদের জবাব দিতে চাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা এখনো তৎপর। তাদের ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আত্মবিশ্বাস নিয়ে চলবেন, আর কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।’ বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এতে মালদ্বীপ ভ্রমণে যাত্রীরা অনেক সুবিধা পাবেন।’ মালদ্বীপ থেকে প্রবাসীদের টাকা পাঠানো সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মালদ্বীপের বাজারে নতুন নতুন পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বর্তমান সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে টাকা আপনারা পাঠান, তার থেকেও বেশি টাকা কিন্তু সরাসরি আপনার পরিবার পেয়ে থাকে।’ মালদ্বীপের সঙ্গে কানেকটিভির উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘৯৬ সালে ক্ষমতায় আসার পরই তার সরকার বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয় এবং বেসরকারি খাতে বিমান পরিচালনারও সুযোগ সৃষ্টি করে। যে কারণে আজকে একটি বেসরকারি খাতের বিমান মালদ্বীপে আসা শুরু করেছে। সরকারি বিমানে আমরা মালদ্বীপে যাতায়াতের একটা ব্যবস্থা করব, সে লক্ষ্য আমাদের রয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা ইস্কান্ধার স্কুল অডিটোরিয়ামে সমবেত হন। প্রধানমন্ত্রী মালদ্বীপে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের কল্যাণ করার বিষয়টিকে আমরা সব সময়ই একটা দায়িত্ব মনে করি। তবে আপনারা একটা কাজ করবেন, যারা বিদেশে আসতে চান, তারা যেন দালাল ধরে না আসেন। তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করেন। কেননা অনেকে বাড়িঘর বিক্রি করে অনেক কষ্টে প্রবাসে পাড়ি জমালেও কাক্সিক্ষত বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হন।’
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশে তার সরকার ডিজিটাল সেন্টার করে দিয়েছে, যার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করেই তারা বিদেশে আসতে পারেন। কাজেই বাড়িঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী