ঢাকা ১৭ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ এমপি রূপা হকে সাক্ষাৎ

#

নিজস্ব সংবাদদাতা

০৪ জানুয়ারি, ২০২৫,  10:18 PM

news image

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ এমপি রূপা হক। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আগামী সাধারণ নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। 

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। গত তিনটি নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং স্পিকার ছিল।”  

ব্রিটিশ এমপি রূপা হক বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনার সময় সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে জানতে চান। তিনি বলেন, “বাংলাদেশে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে আবার আসতে চাই।”  

প্রফেসর ইউনুস জানান, সম্ভাব্য নির্বাচনের তারিখ ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি হতে পারে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট সময় জনগণের চাওয়ার ওপর নির্ভর করছে।  

সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা বিগত সরকার প্রধানের শাসনামলে নিপীড়ন এবং জনগণের গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।  

এর আগে, যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদের সঙ্গে বৈঠক করেন। তারা বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী