প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে সেনাপ্রধানের প্রথম বৈঠক
২০ এপ্রিল, ২০২২, 10:40 AM

NL24 News
২০ এপ্রিল, ২০২২, 10:40 AM

প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে সেনাপ্রধানের প্রথম বৈঠক
অনলাইন ডেস্ক : শাহবাজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এই প্রথম তার সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান।
মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেনারেল বাজওয়া।
অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে শাহবাজ শরীফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইখতিকার জানিয়েছেন, অসুস্থ থাকায় ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সেনাপ্রধান।
মন্ত্রিসভায় ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্যমন্ত্রী ও তিনজন উপদেষ্টা রয়েছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ৯, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন।
প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় মঙ্গলবার সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ান।