প্রথম বিদেশ সফরে সৌদি যেতে পারেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
১৩ এপ্রিল, ২০২২, 10:23 AM

NL24 News
১৩ এপ্রিল, ২০২২, 10:23 AM

প্রথম বিদেশ সফরে সৌদি যেতে পারেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
অনলাইন ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রথম বিদেশ সফরে সৌদি আরব সফরে যেতে পারেন। এরপর তিনি চীন যাবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সৌদি সফরের সময় ওমরাহ হজ পালন করবেন এবং সৌদির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দীর্ঘদিন ধরে সৌদি রাজপরিবারের সঙ্গে শরীফ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এর আগে ১৯৯৯ সালের অক্টোবরে পাকিস্তানে সেনা অভ্যুত্থানের পর নওয়াজ শরীফের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌদি।
এছাড়াও অতীতে পাকিস্তান সরকারের অর্থনৈতিক সংকটে সৌদি আরব দেশটিকে আর্থিক সহায়তা দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারকে ছয় বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে রিয়াদ।
তবে শাহবাজ সৌদির কাছে কোনো আর্থিক সহায়তা চাইবেন কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। কারণ কিছুদিন আগেই সৌদি তিন বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে পাকিস্তানকে।
সৌদি সফরের পর চীনেও যাওয়ার কথা রয়েছে শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী শাহবাজ তার প্রশাসনিক গুণাবলীর কারণে চীনা নেতৃত্বের মধ্যে তার সুনাম রয়েছে বলে জানা যায়। এর আগে পিএমএল-এন ক্ষমতাসীন থাকা অবস্থায় শাহবাজ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পগুলিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।