প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব
নিজস্ব সংবাদদাতা
১৩ অক্টোবর, ২০২৪, 10:07 AM
নিজস্ব সংবাদদাতা
১৩ অক্টোবর, ২০২৪, 10:07 AM
প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। পাঁচ দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের ক্ষণে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বাজবে। সকালে দশমীর পূজা শেষে বিকেলে শুরু হবে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। রামকৃষ্ণ মিশন ও মঠের পুকুরে বিসর্জন সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় ভক্তদের শান্তি জল অনুষ্ঠান হবে।
শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হিন্দু বিশ্বাস অনুযায়ী, প্রতি বছর শরতে কৈলাস থেকে কন্যারূপে মর্ত্যে আসেন দেবী দুর্গা। পাঁচ দিনব্যাপী এই উৎসবের মূল পর্ব শুরু হয় ষষ্ঠী থেকে এবং দশমী পর্যন্ত চলে দেবীর পূজা ও আরাধনা। গত ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে এই বছরের দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়েছিল। এরপর ষষ্ঠী থেকে মূল পূজা পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আজকের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু করে বিসর্জন শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করবে। শোভাযাত্রার সম্ভাব্য রুটের মধ্যে রয়েছে পলাশী মোড়, জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, নগর ভবন, গুলিস্তান এবং শেষমেশ ওয়াইজঘাট।
প্রতিমা বিসর্জনের এই দিনে হিন্দু ধর্মের অনুসারীরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন। পরবর্তী বছরের দুর্গোৎসবের জন্য অপেক্ষা করবেন। যদিও শাস্ত্রীয় নিয়মে পূজা শনিবারই শেষ হয়েছে। তবে বিসর্জন, সিঁদুর খেলা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা আজই সমাপ্ত হবে।