ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

প্যারিসের রাস্তায় ৯ ঘণ্টা পড়ে ছিলেন সাংবাদিক

#

০১ ফেব্রুয়ারি, ২০২২,  7:01 PM

news image
রেন রবার্ট

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রায় ৯ ঘণ্টা ধরে প্যারিসের একটি ব্যস্ততম রাস্তার ফুটপাতে পড়ে ছিলেন সুইডিশ ফটোগ্রাফার রেন রবার্ট (৮৫)।

শেষমেশ সেখানেই মৃত্যু হয় তাঁর। রেন রবার্টের এমন মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। তাঁর পরিচিতজনেরা এটিকে অবহেলাজনিত মৃত্যু বলে দাবি করেছেন। এ ঘটনায় ফ্রান্স ও বিশ্বজুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে।

প্রচণ্ড ঠান্ডার মধ্যে দীর্ঘ সময় ফুটপাতে বৃদ্ধ একটি লোক কেন পড়ে আছেন, সেদিকে কেউ ফিরেও তাকাননি। 

সুইডিশ ফটোগ্রাফার রেন রবার্ট স্পেনের বিখ্যাত ফ্লামেঙ্কো নৃত্যশিল্পীদের ছবি তুলে খ্যাতি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরেই প্যারিসে বসবাস করতেন। বাড়ির কাছের একটি ব্যস্ততম সড়কে গত সপ্তাহে রাতে হাঁটতে বের হন তিনি। এ সময় সেখানেই হোঁচট খেয়ে পড়ে যান রবার্ট।

রবার্টের বন্ধু ও সাংবাদিক মাইকেল মমপনটেট বলেন, প্যারিসের প্যালেস দে লা আর পাবলিক এবং লা হলের মাঝামাঝি রিউ দে তারবিগোর একটি স্থানে পড়ে যান রেন রবার্ট। মাইকেল মমপনেট এক টুইটে বলেছেন, রবার্ট হাইপোথারমিয়ায় ভুগছিলেন। এ কারণে তাঁর মাথা ঝিমঝিম করছিল। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। নিজে নিজে উঠতে সক্ষম না হওয়ায়, সেখানেই পড়ে ছিলেন প্রায় ৯ ঘণ্টা। শেষমেশ এক গৃহহীন ব্যক্তি জরুরি সেবায় ফোন করে বিষয়টি জানান। কিন্তু ততক্ষণে তিনি আর বেঁচে ছিলেন না। মাইকেল ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ এই সময়ে কোনো পথচারীর মনে হয়নি লোকটি কেন এখানে পড়ে আছেন।

ফ্রান্স টিভি ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মমপনটেট এই ঘটনার স্মৃতিচারণা করেন। এ সময় তিনি দাবি করেন, অবহেলার কারণে রবার্টের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের মাদ্রিদ শহরের গৃহহীন মানুষদের নিয়ে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছে অলিভার অ্যাসোসিয়েশন। সংস্থাটি রবার্টের এই ঘটনাকে দুঃখজনক বললেও, এতে অবাক হওয়ার কিছু নেই বলে মনে করে তারা।

এক টুইট বার্তায় সংস্থাটি বলেছে, অসংখ্য মানুষ রেন রবার্টের মতো ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে, কিন্তু বাস্তবতা আরও কঠিন। এই সংস্থাটির মতে, ফ্রান্সে প্রতিবছর প্রায় ৬০০ মানুষ রাস্তায় প্রাণ হারায়।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল