ঢাকা ১৩ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় যুবককে পিটিয়ে টাকা ছিনতাই, চরম আতঙ্কে স্থানীয়রা আরও দুই মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০ মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি পটিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে যুবকের আত্মহত্যা জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে অ্যাপল পটিয়ায় নারীর প্রতি সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ভলকার তুর্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল সেনাবাহিনী

পানেরছড়ায় বননির্ভর একশো সুবিধাভোগীর মাঝে দলিল হস্তান্তর

#

১৫ নভেম্বর, ২০২৩,  9:59 PM

news image
সুবিধাভোগীদের দলিল হস্তান্তরের একাংশ

কক্সবাজার অফিস :

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন পানেরছড়া রেঞ্জে সামাজিক নবায়নের ১০০ জন সুবিধাভোগীর মধ্যে চুক্তিনামা হস্তান্তর করা হয়েছে। পানেরছড়া রেঞ্জে ২০১৮ - ১৯ অর্থবছরের দ্বিতীয় আবর্তের ৪০ হেক্টর সামাজিক নবায়নের এই চুক্তিনামা হস্তান্তর করা হয়। 

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে পানেরছড়া রেঞ্জ অফিসের আঙিনায় দলিল হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত, বিশেষ অতিথি বিট কর্মকর্তা মো.জলিলুর রহমান। 

দীর্ঘদিন পর দলিল পাওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস ব্যক্ত করেছেন সুবিধাভোগী দানু মিয়া। 

দানু মিয়া বলেন, দীর্ঘদিন পর আমরা দলিল বুঝে পেয়েছি। আগেকার কোন রেঞ্জ অফিসার আমাদের এই কাজটি করে দিতে পারেনি। বর্তমান রেঞ্জ অফিসারের আন্তরিক প্রচেষ্টা ও মূল্যায়নে আমরা ১০০ জন সুবিধাভোগী দলিল বুঝে পেলাম। অনেক ভালো লেগেছে আমাদের। 

সুবিধাভোগী ফরিদুল আলম বলেন, দলিল বুঝে পেয়ে খুবই ভাল লাগছে। বিট অফিসার ও রেঞ্জ অফিসারের আন্তরিকতায় আমাদের অধিকার বুঝে নিতে সক্ষম হলাম। 

পানেরছড়া বিট অফিসার মো: জলিলুর রহমান জানান, সরকারি সম্পদ রক্ষা করার জন্যে আমাদের এই প্রক্রিয়া। বাগান নির্ভর মানুষের আর্থিক সুবিধায় এটি ভূমিকা রাখবে৷ বাগান পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে আজ থেকে ১০ বছর পর গাছ বিক্রি করে যে টাকা  আসবে, তার অর্ধেক টাকা সুবিধাভোগী পাবেন৷ 

পানেরছড়া রেঞ্জ অফিসার রতন লাল মহত বলেন, দীর্ঘ প্রক্রিয়ার এই কাজ সম্পন্ন করতে গিয়ে আমাকে অনেক প্রতিবন্ধকতার মধ্যদিয়ে যেতে হয়েছে। অনেক সময় বদনামের ভাগিদারও হয়েছি। যাইহোক  আজকে ১০০ জন সুবিধাভোগীর মাঝে দলিল হস্তান্তর করতে পেরে খুবই আনন্দিত।

রেঞ্জ অফিসার আরও জানান, পুরো বিষয়টি সহজতর ও আন্তরিকতার সঙ্গে করে দেয়ায় আমাদের ডিএফও মো: সরওয়ার আলম স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী