ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পাকিস্তানি ভিক্ষুক ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২৫,  5:29 PM

news image
ছবি: সংগৃহীত

পাকিস্তানি ভিক্ষুক ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। গত ১৬ মাসে পাঁচ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে দেশে পাঠানো হয়েছে সৌদি আরব থেকে। তারা দেশটির বিভিন্ন প্রদেশ থেকে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। গত ১৬ মাসে সৌদি আরব থেকে ৫ হাজার ৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আরো ৩৬৯ জনকে ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। যারা পাঁচটি দেশের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন। এতে বলা হয়েছে, জাতীয় সংসদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সংসদ সদস্য সেহার কামরানের করা এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এসব তথ্য তুলে ধরেন।

সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, জানুয়ারি ২০২৪ থেকে এ পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ফেরত পাঠানো হয় ৪,৮৫০ জনকে এবং চলতি বছরে এখন পর্যন্ত ৫৫২ জনকে।

যদিও পিপিপির সংসদ সদস্য বিগত তিন বছরের পরিসংখ্যান চেয়েছিলেন, মন্ত্রী শুধু ২০২৪ সালের জানুয়ারি থেকে তথ্য উপস্থাপন করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে সর্বাধিক সংখ্যক ব্যক্তি সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত পাঠানো ২ হাজার ৭৯৫ জনের নিবাস সিন্ধুতে। পাঞ্জাব থেকে ফেরত পাঠানো হয়েছে এক হাজার ৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়া থেকে এক হাজার দুই জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মীর থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন।

সৌদি আরবের পর সর্বাধিক সংখ্যক ২৪৭ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ইরাক। সংযুক্ত আরব আমিরাত এ ইস্যুতে পাকিস্তান সরকারের সঙ্গে কড়া অবস্থান নিয়েছে এবং পাকিস্তানিদের ভিসায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যার আওতায় ৫৮ জনকে ফেরত পাঠানো হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী