ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

পথচারীকে ঘুষি মেরে লেবার পার্টি থেকে বরখাস্ত ব্রিটিশ এমপি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৪,  5:31 PM

news image
ছবি: সংগৃহীত

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এক এমপিকে পথচারীকে ঘুষি মারার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।  

অভিযুক্ত এমপির নাম মাইক এইমসবারি। তিনি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের রুনকর্ন ও হেলসবি অঞ্চলের প্রতিনিধি। লেবার পার্টির একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সদস্যপদ প্রশাসনিকভাবে স্থগিত রাখা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, এইমসবারি পুলিশকে তদন্তে সহায়তা করছেন।  

এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এইমসবারি এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ তাকে ঘুষি মারেন। সেই ব্যক্তি মাটিতে পড়ে যাওয়ার পরও তিনি ক্রমাগত আঘাত করতে থাকেন। আরেকটি ভিডিওতে তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘কোনওদিন এমপিকে হুমকি দেওয়ার সাহস দেখাবে না।’  

এই ঘটনার আগে শনিবার এক বিবৃতিতে এইমসবারি দাবি করেন, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে থাকাকালীন ওই পথচারী তাকে বারবার হুমকি দিচ্ছিল। আত্মরক্ষার জন্যই তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে জানান। তিনি জানান, ঘটনার বিষয়ে নিজেই পুলিশকে অবহিত করেছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।  

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখনো কোনো সাড়া দেননি তিনি। 


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল