পটিয়ায় হাসপাতালে লোকবল সংকট: করোনা টেস্টে ধীরগতি, বাড়ছে সংক্রমণ
নিজস্ব সংবাদদাতা
১৬ জানুয়ারি, ২০২২, 10:21 PM

নিজস্ব সংবাদদাতা
১৬ জানুয়ারি, ২০২২, 10:21 PM

পটিয়ায় হাসপাতালে লোকবল সংকট: করোনা টেস্টে ধীরগতি, বাড়ছে সংক্রমণ
মোরশেদ আলম :- চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকটের কারণে করোনার নমুনা টেস্টে ধীরগতি দেখা দিয়েছে যার কারণে সংক্রমন ক্রমেই বেড়ে চলেছে। সর্বশেষ রবিবার ৩৫ জনের নমুনা টেস্টে ২১ জনের করোনা পজিটিভ আসে। শতাংশের দিক দিয়ে করোনা শনাক্তের হার ৫৮.৩ শতাংশ যেখানে গত ৪/৫ দিন আগেও ছিল ২০ শতাংশ।
- ১দিনে ৩৫টি নমুনা টেস্টে ২১ জনের পজিটিভ
- আবারো হু হু করে বাড়ছে করোনা রোগী
উপজেলা স্বাস্থ্য কমপেক্স সূত্রে জানা গেছে, করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট ৭১৪৩জনের নমুনা টেস্ট করানো হয় তার মধ্যে ২০১৮ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২০ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।
>লোকবল সংকটে টেস্টে ধীরগতি
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলোজিস্ট সাজু বড়ুয়া জানান, পটিয়ায় আবারো করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। লোকবল সংকটের কারনে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্টের জন্য আসা অনেক জনকেই বাড়িতে ফিরতে হচ্ছে। যার কারনে অনেক করোনা রোগী বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। লোকবল বাড়ালে করোনার নমুনা টেস্ট বাড়বে এবং সংক্রমণের হার ও অনেকাংশে কমে যাবে বলে তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ জানান, সারাদেশের মত পটিয়ায় ও করোনার সংক্রমণ বাড়ছে। আমরা সর্বদা চেষ্টা করছি সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। লোকবল সংকটের কারণে করোনা টেস্ট ব্যাহত হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে একটি মাত্র পদ আছে ল্যাবে। যার কারনে পর্যাপ্ত পরিমানে করোনা টেস্ট করোনা সম্ভব হচ্ছেনা। যদি উর্দ্ধতন কর্তৃপক্ষ এখানে আরো লোকবল বৃদ্ধি করে তাহলে স্বাস্থ্য সেবা আরো গতিশিল হবে বলে তিনি জানান।
#এন এল/ মোরশেদ