ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ৯টি গাড়ি ভাংচুর, আহত ২

#

নিজস্ব সংবাদদাতা

৩১ মার্চ, ২০২২,  7:51 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাসী হামলায় নয়টি গাড়ি ভাঙ্গচুর ও দু'জন আহত হয়েছে। বুধবার রাতে পৌরসদরের ৯নং ওয়ার্ড ফইল্লাতলীস্থ ব্রিজের উত্তর পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সিএনজি চালক মোহাম্মদ আমীন বাদী হয়ে নাম উল্লেখ করে ৮ জন  ও অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, মোঃ ইমরান হোসেন রাজু, সাজ্জাদ হোসেন, হোসেন মিরাজ, সুলাইমান, মোঃ সোহেল, মোঃ আরিফ মার্ডার আরিফ, মুহাম্মদ রবিন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার ৩০শে মার্চ রাত ৯টার সময় উপজেলার কেলিশহর দারোগাহাট এলাকা থেকে সিএনজি চালক মোহাম্মদ আমীন যাত্রী নিয়ে ডাকবাংলার মোড় আসার পথে পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ফইল্লাতলী ব্রিজের উপর আসলে পূর্বপরিকল্পিতভাবে ৭ থেকে ৮জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আমিনের সিএনজি গাড়ি রোধ করতে চাই এবং আক্রমণ করে। অতঃপর এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি মারে পরে তার পকেটে থাকা নগদ  ৩৪০০ টাকা ও স্যামসাং গ্যালাক্সি নামের একটি মোবাইল যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা  নিয়ে নেই। এবং পরে শ্বাসরোধ করে তাকে  হত্যার চেষ্টা করে হামলাকারীরা। এসময় আমিনের গাড়ির সামনের গ্লাস  বডিসহ গাড়ির যন্ত্রাংশ ভাঙচুর চালায়। 

পরে সিএনজিচালক আমিনের চিৎকার শুনে স্থানীয় ড্রাইভার জাহাঙ্গীর আলম, শাহেদুল ইসলাম, রুবেল সর্দার সহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা এগিয়ে আসা উল্লেখিত ব্যক্তিদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও ফাটা জকম করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় এ বিষয়ে বেশি বাড়াবাড়ি কিংবা কোন প্রকার আইনের আশ্রয় নিলেন জানে শেষ করে দিবে মারবে কাটবে মিথ্যা মামলায় জড়িত হয়রানি করাবে এরকম কেউ প্রদান করেন। 

পওে স্থানীয় লোকজন আহত সকলকে স্থানীয় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেন। 

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী