পটিয়ায় ব্যাংক চাকরিচ্যুতদের বিক্ষোভ সমাবেশ, বৃহত্তর কর্মসূচির ঘোষণা
নিজস্ব সংবাদদাতা
০১ আগস্ট, ২০২৫, 5:50 PM

নিজস্ব সংবাদদাতা
০১ আগস্ট, ২০২৫, 5:50 PM

পটিয়ায় ব্যাংক চাকরিচ্যুতদের বিক্ষোভ সমাবেশ, বৃহত্তর কর্মসূচির ঘোষণা
মোরশেদ আলম: বিভিন্ন ব্যাংক থেকে হঠাৎ বিনা নোটিশে কয়েক হাজার কর্মকর্তাদের চাকরিচ্যুতির প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে পটিয়া আদর্শ স্কুল মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান, জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সেক্রেটারি আলি হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা এয়ার মোহাম্মদ পেয়ারু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব পিকলু, কামরুল ইসলাম, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আরমান সুমন প্রমুখ।
ব্যাংক থেকে চাকরিচ্যুত ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আবু বকর ফাহিম ও জয়নাল আবেদীন; সোশ্যাল ইসলামী ব্যাংকের মঞ্জুর হিরু, শিবলু ও কানুন; ইসলামী ব্যাংকের মো. ইরফান ও খোরশেদ আলম; ইউনিয়ন ব্যাংকের মোহাম্মদ সাঈদুল হক, মো. আসিফুর রহমান, শহিদুল ইসলাম ও লাদেন; বাংলাদেশ কমার্স ব্যাংকের রবিউল ও তুষার; আল-আরাফাহ ইসলামী ব্যাংকের টিপু সুলতান ও মেহেদী হাসান এবং সোনিয়া আক্তার।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়।
সমাবেশ থেকে বক্তারা এই অন্যায্য ও অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বৃহত্তর কর্মসূচির ডাক দেন এবং চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।