ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআর আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে ৫৭টি মুসলিম দেশ, চাপে ভারত পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, পাল্লা ১২০ কিমি ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ২

পটিয়ায় পিতার মৃত্যুর মাস না পেরোতেই ছেলের হাতে মা খুন

#

নিজস্ব সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২২,  3:52 PM

news image

মোরশেদ আলম, পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়ায় পিতার মৃত্যুর মাস না পেরোতেই সম্পত্তির ভাগ নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির জেরে ছেলে মাইনুদ্দীন মোহাম্মদ মাঈনুর গুলিতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর আড়ায় টার দিকে পৌরদরের ৫নং ওয়ার্ডস্থ ঈদুল মল্ল পাড়া এলাকার সাবেক জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সদ্য প্র‍য়াত শামশুল আলম মাষ্টারের ঘরে এ ঘটনা ঘটে।
খুন হওয়া জেসমিন আক্তার (৫০) প্রয়াত শামসুল আলম মাষ্টারের স্ত্রী।

এ ঘটনার পর তার মেয়ে নিপা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

ঘটনার পরপরই ঘাতক ছেলে পালিয়ে যায়। পুলিশ ঘর তল্লাশী করে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

প্রতিবেশী শেলি আক্তার জানান, তাদের সাথে কোন ঝগড়াঝাটি হওয়ার আওয়াজ আমি শুনিনি তখন আমি পুকুরে ছিলাম। খুন হওয়া জেসমিন আক্তারের মেয়ে নিপা সহ স্থানীয়রা যখন দৌড়ে আসে আমি ও ঐখানে গিয়ে দেখি খুন হয়েছে আমার চাচি সম্পর্কের জেসমিন আক্তার।

স্থানীয় এক লোক নাম প্রকাশ না করা শর্তে জানান, সদ্য প্র‍য়াত শামসুল আলম মাষ্টারের প্রায় নগদ আড়াই কোটি টাকা ছিল যেটা নিয়ে কয়েকদিন ধরে ঘাতক ছেলে মাঈনুর সাথে তার মা জেসমিন আক্তারের বাকবিতন্ডা হয়ে আসছিল। হইতোবা টাকার লোভে পড়ে তার মাকে সে গুলি করে হত্যা করে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনার খবর পেরে আমরা ঘটনাস্থল আসি। ঘাতক ছেলেকে পাওয়া যায়নি। ঘর তল্লাশী করে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করি। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিস্তারিত আসছে......

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী