পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি
নিজস্ব সংবাদদাতা
০৫ অক্টোবর, ২০২৫, 7:26 PM

নিজস্ব সংবাদদাতা
০৫ অক্টোবর, ২০২৫, 7:26 PM

পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় একই দিনে দুটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে—একটিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক বৃদ্ধা হারিয়েছেন স্বর্ণালংকার ও নগদ টাকা, অন্যদিকে গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে দরজা কেটে এক বাড়িতে সংঘটিত হয়েছে লাখ টাকার চুরি।
প্রথম ঘটনাটি ঘটে রোববার (৫ অক্টোবর) দুপুরে পটিয়া পৌরসদরের পোস্ট অফিস এলাকায়। ভুক্তভোগী কৃষ্ণা চক্রবর্তী ভাটিখাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেব দুলাল ভট্টাচার্য এর স্ত্রী।
তিনি জানান, পটিয়া থানার মোড়ে পৌঁছালে এক ব্যক্তি তাকে বলেন, “বিনামূল্যে কিছু জিনিস দিচ্ছি, পোস্ট অফিসে আসেন, ফিঁঙ্গার দিতে হবে।” ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে তিনি তার সঙ্গে পোস্ট অফিসে যান। সেখানে প্রতারক ব্যক্তি ‘ফিঁঙ্গার দেওয়ার’ অজুহাতে তার কানে ও গলার স্বর্ণালংকার খুলতে বলেন। কৃষ্ণা চক্রবর্তী তার কথামতো গয়না খুলে দেন। সুযোগ বুঝে প্রতারক তার ব্যাগে থাকা ৪ হাজার ৪০০ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে একই দিনে ভোরে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. আবদুল মোনাফের ছেলে মো. সেখান্দরের বাড়িতে গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে দরজা কেটে চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সেখান্দর জানান, তিনি পরিবারসহ কক্সবাজারে আত্মীয়ের বাড়িতে ছিলেন। রবিবার ভোরে পটিয়ায় ফিরে ফজরের নামাজ শেষে বাড়িতে এসে দেখেন দরজা খোলা ও ঘর তছনছ। আলমারি ও ড্রেসিং টেবিল ভেঙে মূল্যবান কাপড়চোপড়, প্রসাধনী, নগদ ৯ হাজার টাকা ও সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে তিনি জানান।
তিনি ধারণা করছেন, আশপাশের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে।
দুটি ঘটনার বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসা যশ চাকমা বলেন, দুইটি ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”