ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার: বাইডেন

#

০১ ফেব্রুয়ারি, ২০২২,  10:05 PM

news image
শেখ তামিম বিন হামাদ আল থানি ও জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ,ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিও স্বাক্ষর হয়েছে।

এ পদক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে। বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাতার হলো (যুক্তরাষ্ট্রের) ঘনিষ্ঠ মিত্র ও নির্ভরযোগ্য অংশীদার।

তিনি তার ওভাল অফিস থেকে বলেন, ‘আমি কংগ্রেসকে জানিয়েছি যে কাতারকে ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে মর্যাদা দিব। এর মাধ্যমে কাতারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব প্রকাশ পাবে। আমি মনে করি যে কাতারকে অনেক দেরিতে এমন মর্যাদা দেয়া হচ্ছে।’

ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে মর্যাদা পেলে কাতার অনেক বিশেষ অর্থনৈতিক ও সামরিক সুবিধা পাবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে মর্যাদা দেয়ার বিষয়টি একটি শক্তিশালী প্রতীকী গুরুত্ব বহন করে। 

এটা যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে প্রকাশ করে। এটা মিত্রদেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে এ বিষয়টা প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশেটির সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে কুয়েত ছাড়া কাতার হলো দ্বিতীয় রাষ্ট্র যারা ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রের মর্যাদা পাবে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল