নো ভিসা ফি পুনর্বিবেচনার আহ্বান ব্রিটিশ এমপি আফসানার
আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৫, 2:54 PM
আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৫, 2:54 PM
নো ভিসা ফি পুনর্বিবেচনার আহ্বান ব্রিটিশ এমপি আফসানার
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য আফসানা বেগম। এসময় তিনি হাইকমিশনের কনস্যুলার সেবা এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে নো ভিসা ফি পুনর্বিবেচনার আহ্বান জানান।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে আফসানাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান। এসময় তিনি হাইকমিশনের সেবার মান, প্রবাসীদের জন্য হাইকমিশনের কার্যক্রম এবং সরকারের বর্তমান পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
পাশাপাশি আফসানা বেগম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনের সেবার সংযোগ আরও সুদৃঢ় করার পরামর্শ দেন। তিনি প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্ট নবায়ন, নো ভিসা সুবিধা এবং অন্যান্য সেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ এমপির মধ্যে আফসানা সর্বকনিষ্ঠ। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে তিনি টানা দুবার এমপি নির্বাচিত হয়েছেন।
৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিকের জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েলে। তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আফসানার বাবা মনির উদ্দিন ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর।