নূরের ছবি নিয়ে তোলপাড়
০৪ জানুয়ারি, ২০২৩, 5:58 AM

NL24 News
০৪ জানুয়ারি, ২০২৩, 5:58 AM

নূরের ছবি নিয়ে তোলপাড়
বিদেশে থাকা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, একটি ভবনের সামনে হাস্যোজ্জ্বল ছবিটিতে নূরের সাথে রয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদি।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে এ বিষয়ে একটি বিবৃতি পাঠিয়েছে ভিপি নূরের দল গণঅধিকার পরিষদ। বিবৃতিতে এই সংবাদের প্রতিবাদ জানিয়েছে দলটি। তাদের দাবি, প্রকাশিত ছবি ও সংবাদ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অনেকের দাবি, মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সাথে বৈঠকও করেছেন নুরুল হক নূর। এর আগে, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরীর ভারত সফরকালে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সাথে একটি ছবি গণমাধ্যমে ফাঁস হয়। তখন সেটি নিয়েও বেশ আলোচনা সমালোচনা হয়েছিল।