ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

নির্বাহী মেয়রের স্ট্যাটিজিক এডভাইজার নিযুক্ত সাংবাদিক মুহাম্মদ জুবায়ের

#

১৪ নভেম্বর, ২০২২,  4:59 AM

news image

:সাংবাদিক মুহাম্মদ জুবায়ের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস্ - এর নির্বাহী মেয়র জনাব লুৎফর রহমানের স্ট্যাটিজিক এডভাইজার হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। তাকে আন্তরিক ও প্রাণঢালা অভিনন্দন। এর আগে তিনি তার সাবেক কর্মস্থল বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল “চ্যানেল এস” টিভি’র চীফ রিপোর্টার পদ থেকে বিদায় নেন। সেখানে কাজ করেন টানা ১৭ বছর। 

অত্যন্ত অমায়িক, সদা হাস্যোজ্জ্বল ও প্রবল সেন্স অব হিউমারসম্মলিত পেশাদার সাংবাদিক মুহাম্মদ জুবায়ের। তার সাথে আমার পরিচয় দুই যুগের উপর, বাংলাদেশ থেকে। যে কয়জন হাতেগুনা সাংবাদিক নিয়ে আমাদের কমিউনিটি গর্ব করতে পারে তার মধ্যে মুহাম্মদ জুবায়ের অন্যতম। তার সাংবাদিকতা ও রিপোর্টিং-এ আলাদা বৈশিষ্ট আছে, আছে ইউনিক কোয়ালিটি ও মৌলিকত্ব। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গত প্রায় দু’দশকে তাকে এককভাবে সম্ভবত: সবচেয়ে বেশী সাক্ষাত্কার দিয়েছি। শতাধিক সাক্ষাত্কার দিতে গিয়ে তার কাছে অনেক ঘটনার বর্ননা করেছি। কোন সময়ই কোন কথা বা ঘটনা রিপিট করতে হয়নি। ঘটনা বলার সাথে সাথে বর্ননাকারীকে না থামিয়ে একেবারে অনেকটা হুবহু সমান্তরাল নোট নেয়ার সম্মোহনী শক্তি ও স্কীল তার আছে।

বিলেতে সাংবাদিকদের কাছে প্রচন্ড জনপ্রিয় ও কমিউনিটির সবাই তাকে সাংবাদিক ও চ্যানেল এস-এর চীফ রিপোর্টার হিসেবে জানলেও মুহাম্মদ জুবায়ের বহুমূখী প্রতিভার অধিকারী। ক্রাইসিস মোমেন্ট তথা সংকটকালীন সময়কে অত্যন্ত সুন্দর করে পরিস্থিতি সামাল দেয়ার চমৎকার দক্ষতা তার আছে। সমাজের বহু মত ও পথের বিভিন্ন ব্যক্তি ও নেতৃবৃন্দের সাথে অত্যন্ত ভারসাম্যপূর্ন সম্পর্ক বজায় রেখে চলতে পারেন মুহাম্মদ জুবায়ের। তার মধ্যে স্ট্যাটিজিক থিংকিং পাওয়ার প্রবল বলে দেখেতে পেয়েছি। আমরা কেউ ভবিষ্যত জানি না। আর এই অজানা ভবিষ্যত সম্পর্কে চিন্তা ও সিদ্ধান্ত নেয়ার যোগ্যতাকে বলে দূরদৃষ্টি (farsightedness). তার কথা ও চিন্তায় দূরদৃষ্টিতার ছাপ পাওয়া যায়। 

নি:সন্দেহে মাননীয় নির্বাহী মেয়র যোগ্য ও ডিজার্ভিং ব্যক্তিকে তাঁর স্ট্যাটিজিক এডভাইজার হিসেবে নিয়োগ দিয়েছেন। যেখানেই যান না কেন মুহাম্মদ জুবায়ের তার যোগ্যতার সাক্ষর রাখবেন বলে আমার দৃঢ বিশ্বাস। আমি তার উত্তোরোত্তর সফলতা কামনা করি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী