আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৪, 12:28 PM
নির্বাচনে হারলে জেলে যেতে পারেন ট্রাম্প
আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে হতে পারে। এমনটাই জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ট্রাম্প। কিন্তু তার সাথে দাঁড়িয়ে আছে একাধিক আইনি ঝুঁকি। তাই নির্বাচনে হারার মানে হতে পারে তাঁর জন্য কারাবাস।
তথ্যসূত্র অনুযায়ী, ট্রাম্প যদি নির্বাচনে জয়লাভ করেন, তাহলে তিনি হবেন হোয়াইট হাউসে ফেরত যাওয়া এবং পারমাণবিক অস্ত্রের কোড হাতে পাওয়া প্রথম দোষী সাব্যস্ত অপরাধী। কিন্তু তিনি হেরে গেলে, তাকে আরও কঠিন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
ট্রাম্পের জীবনী লেখক গওয়েন্ডা ব্লেয়ার বলেন, “ট্রাম্প নিজেকে এমন একজন হিসেবে তুলে ধরেন, যিনি আইন-শৃঙ্খলা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু এবার তাকে হিসাব-নিকাশের মুখোমুখি হতে হবে।”
ট্রাম্পের জীবনের শুরু থেকেই নানা বিতর্ক ও আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে কাটছে। ১৯৭০-এর দশকে বর্ণবৈষম্য ইস্যুতে তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে মামলা হয়। এছাড়া ট্রাম্প ইউনিভার্সিটি ও দাতব্য প্রতিষ্ঠান ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশনও ছিল নানা আইনি অভিযোগের কেন্দ্রবিন্দুতে। তাঁর বিরুদ্ধে ব্যবসায়িক প্রতারণা, কর জালিয়াতি এবং অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগও রয়েছে।
ট্রাম্পের ব্যক্তিগত জীবনও নানা বিতর্কে পরিপূর্ণ। তিন স্ত্রীর সঙ্গেই প্রতারণার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন একাধিক নারী। এভাবে বিতর্কিত জীবন কাটালেও ট্রাম্প এখন এক কঠিন মুহূর্তের মুখোমুখি। নির্বাচনে জিতলে হয়তো আরও কয়েক বছর জেলের বাইরে থাকবেন, কিন্তু হারলে তার গন্তব্য হতে পারে কারাগার।