নিউইয়র্কে পাঁচশ পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
০১ মে, ২০২২, 2:56 AM

NL24 News
০১ মে, ২০২২, 2:56 AM

নিউইয়র্কে পাঁচশ পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক : পাঁচশত পরিবারকে রমজান ও ঈদসামগ্রী বিতরণ করলো সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি।
নিউইয়র্কের ২৯ এপ্রিল রোজ শুক্রবার তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করে।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ও আমেরিকান ফ্যামিলি সাপোর্ট সেন্টারের উদ্যোগে রমজান ও ঈদসামগ্রী হালাল চিকেন ও গ্রোসারি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ২৬ ডিস্ট্রিকের কাউন্সিল ওমেন জুলি উন। তিনি বলেন, আমি আপনাদের উপস্থিতি ও কর্মসূচি বাস্তবায়নে যে আগ্রহ আমাকে আনন্দিত করেছে। আমি এই স্যগঠনের অগ্রযাত্রা কামনা করি।
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের ডাইরেক্টর ইভি হ্যান্ড টু পুলুস , আরব আমেরিকান সংগঠনের সালমা আহমেদ ও সদস্যবৃন্দ। সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
এস্টোরিয়া বিশিষ্টদের মাঝে উপস্থিত ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাবেক প্রথম সভাপতি আব্দুল বাছিত, ছাত্রনেতা শাহাবুদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আগামী নির্বাচনের সভাপতি প্রার্থী মাহসাদুল হক সানু। উপস্থিত ছিলেন- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, সহ-সভাপতি কয়েস আহমেদ, কোষাধক্ষ্য এমদাদ রহমান তরফদার, সদস্য সাব্বির আহমেদ, আবু সুলেমান মির জাকির, আনোয়ার হোসেন ও রুবেল।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন আরব আমেরিকান সেন্টার ফ্যামিলির সদস্য এবং সব ভলেন্টিয়ারদের মানবতার কাজে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।