নারীর লাথি-ঘুষিতে ছয় বখাটে ঘায়েল!
১৫ জুন, ২০২২, 5:37 AM

NL24 News
১৫ জুন, ২০২২, 5:37 AM

নারীর লাথি-ঘুষিতে ছয় বখাটে ঘায়েল!
রাস্তায় বেরিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয় নারীদের। কখনো তারা ইভটিজিংয়ের শিকার হন, আবার কখনো যৌন হেনস্থার। পুরো বিশ্বেই নারীদের নিরাপত্তা নিয়ে সব সময়ই একটা প্রশ্ন থেকে যায়।
সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- নির্জন রাস্তায় এক নারীকে ঘিরে ধরেছে ছয়জন বখাটে। তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছিল তারা। এ সময় ছয় বখাটেকে লাথি-ঘুষিতে ঘায়েল করেন ওই ওই নারী।
‘দ্য ফিজেন’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে- ‘মেয়েদের সঙ্গে পাঙ্গা নেবেন না।’জানা গেছে, ওই নারী মার্শাল আর্ট জানা। তাই তাকে ঘিরে ধরতেই কাজে লাগান জানা বিদ্যা। একইসঙ্গে এমন সমস্যার মুখোমুখি হয়ে নারীরা নিজেদের কীভাবে বাঁচাবেন, সেজন্য প্রতিরোধের আটঘাট শিখে নেওয়ার পরামর্শ দেন তিনি।