নাইট উপাধি পাচ্ছেন লন্ডনের মেয়র সাদিক খান
নিজস্ব সংবাদদাতা
০১ জানুয়ারি, ২০২৫, 7:12 PM

নিজস্ব সংবাদদাতা
০১ জানুয়ারি, ২০২৫, 7:12 PM

নাইট উপাধি পাচ্ছেন লন্ডনের মেয়র সাদিক খান
ব্রিটেনের সম্মানসূচক ‘নাইট’ উপাধি পাচ্ছেন লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান। নতুন বছরের সম্মানসূচক তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত এই মেয়র লন্ডন শহরে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করছেন।
সাদিক খান জানিয়েছেন, নাইটহুড উপাধি পেয়ে তিনি অত্যন্ত গর্বিত ও বিনীত। দক্ষিণ লন্ডনের টুটিংয়ে বাসচালকের ছেলে হিসেবে জন্ম নেওয়া সাদিক খান মানবাধিকার আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে লেবার পার্টির মনোনয়নে তিনি এমপি নির্বাচিত হন এবং ব্রিটিশ রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৬ সালে তিনি কনজারভেটিভ প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে হারিয়ে লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন।
সাদিক খান বলেন, “দক্ষিণ লন্ডনের একটি কাউন্সিল এস্টেটে বড় হওয়ার সময় কখনো ভাবিনি যে একদিন লন্ডনের মেয়র হব। এই শহরের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।”
নাইটহুড তালিকায় আরও আছেন বিখ্যাত ব্রিটিশ লেখক স্টিফেন ফ্রাই এবং ইংল্যান্ড ফুটবল দলের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য স্টিফেন ফ্রাই নাইট উপাধি পেয়েছেন। অন্যদিকে, ইংল্যান্ডের ফুটবল উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্যারেথ সাউথগেট এই উপাধি অর্জন করেছেন।
এছাড়া লেবার পার্টির এমিলি থর্নবেরি ‘ডেম’ উপাধি পেয়েছেন সাদিক খান। তিনি বিরোধী দলে থাকা অবস্থায় ছায়া সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।