নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬২
০৮ মার্চ, ২০২২, 5:08 PM

NL24 News
০৮ মার্চ, ২০২২, 5:08 PM

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬২
অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে স্বেচ্ছাসেবী পাহারাদার দলকে লক্ষ্য করে হামলা চালায়। বন্দুকধারীদের হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন।
মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি।
কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, তাদের দলটি রোববার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারও মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়।
এ হামলায় তাদের দলের ৬২ জন নিহত হন বলে জানিয়েছেন তিনি।
এর আগে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।