ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

নভেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস

#

নিজস্ব সংবাদদাতা

০৪ নভেম্বর, ২০২৪,  11:50 AM

news image
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘দানা’র রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়টি। এ ছাড়া এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে, পাশাপাশি থাকবে শীতের আমেজ। ঘন কুয়াশাও দেখা দিতে পারে। তবে শৈত্যপ্রবাহের কোনো আভাস নেই।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি আজ রোববার এই পূর্বাভাস দেয়। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত এ বৈঠক হয়।

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছাদেকুল আলম জানান, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত অক্টোবরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত ছিল। ওই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। যার মধ্যে দুটি পরে গুরুত্বহীন হয়ে পড়লেও একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নেয়।  

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এই মাসের ১৫ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম। ঝড় হলে এর পরে হতে পারে। চলতি মাসের ১২ তারিখের পর থেকে শীতের আমেজ পাওয়া যেতে পারে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী