ঢাকা ২০ এপ্রিল, ২০২৪
সংবাদ শিরোনাম
পটিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় ক্বলবে কুরআন আলো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পটিয়ায় মুক্তিযোদ্ধাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার একজন পটিয়া এলডিপির ইফতার মাহফিল সম্পন্ন আনোয়ারায় ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ আ'লীগ নেতাদের ঈদ উপহার পৌঁছে দিলেন মেয়র আইয়ুব বাবুল উখিয়ায় বিট অফিসার সজল হত্যার ঘটনায় শোক ও প্রতিবাদ সভা ধরা’র নাগরিক অবস্থান "গাছ বাঁচাও প্রকৃতি বাঁচাও " এবং বনকর্মকর্তা সজলের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কর্মসূচী রাজনৈতিক সৌহার্দ্যেকে এগিয়ে নিতে যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে এমএএফ কক্সবাজারের সভা পটিয়ায় র‍্যাবের হাতে অস্ত্র কার্তুজ সহ গ্রেফতার শীর্ষ ব্যবসায়ী হামিদ-ধরা ছোয়ার বাইরে গডফাদার সোহেল

নতুন বাজেটকে সামনে রেখে লেবার পার্টির সংবাদ সম্মেলন

#

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  7:56 PM

news image

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের আগামী নতুন বাজেটকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার গ্রুপের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লেবার গ্রুপ লিডার কাউন্সিলার সিরাজুল ইসলামের সঞ্চালনায় লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লেবার গ্রুপের কাউন্সিলার সাবিনা আক্তার ও কাউন্সিলার মার্ক ফ্রান্সেস।

এসময় উপস্থিত ছিলেন লেবার গ্রুপ চেয়ার কাউন্সিলার আসমা ইসলাম, কাউন্সিলার আসমা বেগম, কাউন্সিলার রেবেকা সুলতানা, কাউন্সিলার জেমস কিং, মিডিয়া ও কমিনিকেশন অফিসার কাউন্সিলার শাহরিয়ার শুভ হোসেন, কাউন্সিলার লিলু মিয়া তালুকদার।

লিখিত বক্তব্যে টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের সংবাদ সম্মেলনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, বিলেতের বাংলা মিডিয়া সব সময় লেবার পার্টির প্রতি সহযোগীতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বন্ধুত্ব পূর্ণ সর্ম্পক এগিয়ে নিতে চায় ৷ টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের মূল বক্তব্যে বর্তমান সময়ের এস্পায়ার পার্টির কাউন্সিল পরিচালনা ও জনগনের সামগ্রীক জীবন যাত্রার উপর অব্যাহত চাপ কাউন্সিলের রির্জাব অপ্রয়োজনীয় অর্থ ব্যয়, ঝুঁকি পূর্ণ সিদ্ধান্ত মেয়র অফিসের লাগামহীন ব্যয় নিয়ে বারার জনগনের উদ্যোগের বিষয় নিয়ে অর্বজারবেশন তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন বলে জানানো হয়।

লেবার লিডার কাউন্সিলার সিরাজুল ইসলাম বলেন, আমরা গঠনমূলক ও প্রজেটিভ চিন্তার মাধ্যমে যে বিষয়টি গনতান্ত্রিক এবং জনস্বার্থের জন্য সহায়ক নয় সেই বিষয় আমাদের বলার চেষ্টা থাকবে। আমরা বর্তমান নির্বাহী মেয়র জনাব, লুতফুর রহমানের প্রস্তাবিত বাজেট এবং এবিষয়ে আমাদের প্রস্তাবনা ও সংযোজনের বিষয় নিয়ে বর্তমান জীবন যাত্রায় খরচ ও সংকটের সময় কালে মেয়রের ব্যক্তিগত অফিসে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে পুরো বারার গুরুত্বপূর্ণ পরিসেবায় আরো অর্থ বরাদ্দের প্রস্তাবনা ও অনুরোধ করছি ৷ বর্তমান কস্ট অফ লিভিং ক্রাইসিস, কোভিড পরবর্তী এই কঠিন সময়ে মেয়র অফিসে রাজনৈতিক উপদেষ্টা সহ নতুন ২৭ জন স্টাফ ও অফিসার নিয়োগ এবং তাদের জন্য ১.৪ মিলিয়ন ব্যয় ও নিজ দলের কাউন্সিলারদের কমিটি চেয়ার বাবত আরো ১১৪ হাজার পাউন্ড সহ সব মিলিয়ে বছরে ৫ মিলিয়ন অর্থ ব্যয় হবে এই খাতে। আর এ অর্থের যোগান হবে জনগনের কাউন্সিল ট্রেক্স থেকে। এ বিষয় লেবার গ্রুপ প্রস্তাবনা করছে মেয়রের বিশাল এই ব্যয় কমিয়ে ফান্ডিং সেইভ ও ১.২৫ মিলিয়ন প্যাকেজ সহায়তা ফান্ড যেটি ব্যবহ্নত হবে কষ্টে থাকা বারার জনগনের সুবিধার্তে ৷ লেবার গ্রুপ প্রস্তাবনায় বারার জনগনের সেবা বৃদ্ধির অংশ হিসেবে ওয়ান স্টপ শপ পুনরায় চালু গ্রাহক পরিসেবা বৃদ্ধির জন্য কাষ্টমার সার্ভিস অফিসার নিয়োগ যাতে বাসিন্দারা সহায়তার জন্য ঘন্টার পর ঘন্টা ফোনে না থাকতে হয়। এই জন্য নির্দিষ্ট প্রস্তাবনা সপ্তাহের তিনদিন বো রোমান রোড এবং ক্রিপস স্ট্রিটে ওয়ান স্টপ শপ খুলে দেওয়া ৷ লেবার গ্রুপ লেবার পার্টির ক্ষমতাসীন থাকা অবস্থায় সাবেক প্রধান মন্ত্রী গর্ডন ব্রাউনের ব্যাপক প্রশংসিত এডুকেশন মেন্টেনেইস এলাউনস পরবর্তীতে টাওয়ার হ্যামলেটসের মেয়র কর্তৃক এটি পুন:প্রবর্তনের জন্য ধন্যবাদ জানান। কিন্তু তারা জানান এই এলাউন্স্ প্রচলিত সময়ের জন্য অল্প । তাই লেবার গ্রুপের প্রস্তাবনা এটি বছরে ৪০০ শত থেকে ৮০০ শত পাউন্ডে বাড়ানোর এবং সাথে সাথে ৫০০ হাজার পাউন্ডের প্যাকেজ চাই যেটি বিস্পোক টিউশন ফি সেকেন্ডারী ও কিস্ট্রেইজের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ করা ৷ লেবার মনে করে, করোনা কালিন পড়া লেখায় যে ঘাটতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য স্কুল গুলো কাজ করলেও তা পর্যাপ্ত নয়। ২০২৩ -২০২৪ সালের স্ট্যান্ডার্ট ইউটিলিটি ভাতা মাধ্যমে শারিরীক অক্ষম, প্রতিবন্ধি, হোম কেয়ার চার্য কমানের জন্য সোশ্যাল কেয়ারের জন্য আরো ২৫০ হাজার পাউন্ডের তহবিল বৃদ্ধির প্রস্তাবনা করা হয় এবং বলা হয় এই পরিসেবা পাবেন যারা ৫০০ পাউন্ডের কম এলাউন্স পান তাদের জন্য ।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ সব সময় বারার জনগনের বাসস্থানের প্রতি আন্তরিক। গত লেবার এড মিনিষ্টেশন অনেক গুলো বাড়ি নির্মাণ করেছে যা এখন কাজ প্রায় সমাপ্ত এবং ওয়েটিং লিষ্টে থাকা মানুষেরা পাবেন। টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ বাসা বাড়ির আগামী বছরের কাউন্সিল হাউস গুলোর রেন্ট বৃদ্ধির বিষয় মাথায় নিয়ে উদ্বিগ্ন। এই খাতে ব্যয় বাড়ানোর প্রস্তাবনা নিরাপত্তা ডোর, ঘর গুলোর ড্রাবল গ্লেজিং, স্যাঁত স্যাতেঁ দেওয়াল সংস্কার ও একটি স্বাস্থ্যকর বসবাস যোগ্য করে গড়ে তোলার জন্য ১২. ৫০ মিলিয়নের সাথে আরো অর্থ বরাদ্দের প্রস্তাবনা করছে৷

কাউন্সিলার সিরাজুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেট ফুল কাউন্সিলে আগামী ১লা মার্চ বুধবার উত্থাপিত হবে ৷ আমরা বিরোধী দল হিসেবে আমাদের সিমাবদ্ধতা থাকার পরও জনগনের ভোটে নির্বাচিত হিসেবে বারার মানুষের পক্ষে কথা বলার অংশ হিসেবে গন মাধ্যমের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা নিয়েছি ৷

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল