নতুন প্রতিরক্ষা চুক্তি করছে জার্মানি-যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৪, 11:52 AM

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৪, 11:52 AM

নতুন প্রতিরক্ষা চুক্তি করছে জার্মানি-যুক্তরাজ্য
জার্মানি এবং যুক্তরাজ্য একটি নতুন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তিটি "ট্রিনিটি হাউস চুক্তি" নামে পরিচিত। চুক্তিটির মাধ্যমে ন্যাটোর দুই সদস্য রাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও শক্তিশালী করবে।
বুধবার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস যুক্তরাজ্যে যাবেন। সেখানে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির সঙ্গে এই চুক্তিতে সই করবেন। জুলাই মাসে বার্লিনে এই চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। এখন তারা আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষর করবেন।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দুই বছর পর এবং যুক্তরাজ্যে সরকার পরিবর্তনের কয়েক মাসের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনকে সামনে রেখে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেছেন, এই চুক্তির মাধ্যমে ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় বিদ্যমান ফাঁক বন্ধ করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, জল, স্থল, আকাশ এবং সাইবার ক্ষেত্রে যৌথ প্রকল্পের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে, দূরপাল্লার অস্ত্রের ঘাটতি পূরণের ক্ষেত্রে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, এই চুক্তি যুক্তরাজ্য ও জার্মানির সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ইউরোপের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও এই চুক্তির মাধ্যমে ঘনিষ্ঠ সহযোগিতা হবে।
জার্মানির অন্যতম বড় অস্ত্র প্রস্তুতকারক রাইনমেটাল যুক্তরাজ্যে একটি নতুন কারখানা স্থাপন করবে। যেখানে চারশ' জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পর জার্মানি ও যুক্তরাজ্যের মজুদে টান পড়েছে। এই নতুন চুক্তির মাধ্যমে পুনরুদ্ধার করা যাবে।