ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

নজরুল পরিষদ ইউকের আয়োজনে নজরুল জয়ন্তী 'ঝিঙে ফুল' এর আয়োজন

#

২৯ মে, ২০২৩,  6:28 AM

news image

নজরুল পরিষদ ইউকের আয়োজনে নজরুল জয়ন্তী 'ঝিঙে ফুল 'আয়োজন করা হয় পূর্ব লন্ডনে ব্রাডি আর্ট সেন্টারে । । সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ড. মোহাম্মদ নুরুল আলম এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সুচনা করা হয় । জনপ্রিয় সংগীত শিল্পী সাদিয়া আফরোজ চৌধুরীর নির্দেশনায় এবং শেখ নাজ ও তানজিনা নূর-ই সিদ্দিকীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন পন্ডিত চিরন্জীব চক্রবর্তী,ফারজানা সিফাত স্বপ্না, আকাশ সুলতান ,চঞ্চু দেব গুপ্তা জয়িতা ,শর্মিষ্ঠা গুহ,সাদিয়া আফরোজ চৌধুরী ।নৃত্য পরিবেশন করেন অরুণিমা কুমার এবং ঐশ্বরিয়া গুপ্তা ।


কবিতা আবৃত্তি করেন  ঊর্মি মাজহার,সুমনা ভট্টাচার্য, মানস চৌধুরী, তন্ময়া তানিয়া।বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন ওস্তাদ ইউসুফ আলী খান,পরাগ হাসান ,হাসান আহমেদ,ময়ূখজিত চক্রবর্তী  ।সারথী আর্টস-এর শিশু শিল্পী চিয়ারা দাস,উদয় দাস,অহনা ভৌমিক ,অয়ন্তী ভৌমিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

সাউন্ড এ ছিলেন সামসুল জাকি স্বপন ।আলোকসজ্জায় ছিলেন মিঠু আজাদ।গান,নৃত্য এবং কবিতায় উঠে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামময় জীবনের নানা অধ্যায় এবং অনন্য সৃষ্টির বিভিন্ন দিক । এ যেন বিভিন্ন আঙ্গিকে কাজী নজরুল ইসলামের বৈচিত্রপূর্ণ জীবনকে সকলের সামনে তুলে ধরার এটি এক অন্যরকম প্রয়াস। অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ও কমিউনিটির বিভিন্ন স্তরের নজরুলপ্রেমী  মানুষদের সমাগমে এই অনন্য অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী