ধীরে ধীরে পূর্ব দিকে শক্তি বাড়াচ্ছে রাশিয়া
০১ মে, ২০২২, 2:28 AM

NL24 News
০১ মে, ২০২২, 2:28 AM

ধীরে ধীরে পূর্ব দিকে শক্তি বাড়াচ্ছে রাশিয়া
অনলাইন ডেস্ক : শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন রাশিয়ার সেনারা ধীরে ধীরে ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত দোনবাস প্রদেশে তাদের হামলার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।
মুখপাত্র ওলেক্সান্ডার মোতোজায়ানেক নিয়মিত ব্রিফিংয়ে জানান, রাশিয়া পূর্ব দিকে তাদের শক্তি বাড়াচ্ছে।
শক্তি সঞ্চার করে পূর্ব ইউরোপ আরো বড় অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে রুশ বাহিনী।
এ ব্যাপারে মুখপাত্র ওলেক্সান্ডার মোতোজায়ানেক বলেন, আমরা লক্ষণ দেখছি পূর্ব দিকে রাশিয়া তাদের সেনাদের জড়ো করার বিষয়টি চালিয়ে যাচ্ছে। আর এখন তারা প্রস্তুতি নিচ্ছে যতটুকু সম্ভব ইউক্রেনের ঠিক ততটুকু অঞ্চল দখল করতে।
মুখপাত্র আরও জানিয়েছেন, রাশিয়া মারিউপোলে তাদের হামলা অব্যহত রেখেছে।
তিনি দাবি করেছেন, মারিউপোলের আজভস্টালের ভেতর ইউক্রেনীয় সেনাদের অবরুদ্ধ করে রাখার সব চেষ্টা রাশিয়া চালিয়ে যাচ্ছে।
মুখপাত্র তার ব্রিফিংয়ে আরও জানিয়েছেন, খারকিভ থেকে ইউক্রেনের নাগরিকদের জোর করে রাশিয়ায় নিয়ে যাচ্ছে রুশ সেনারা।