দ্য সিলেট পোস্ট” "সত্যের সন্ধানে সর্বক্ষণ" বর্ষপূর্তি অনুষ্ঠান
০১ অক্টোবর, ২০২২, 4:24 AM

NL24 News
০১ অক্টোবর, ২০২২, 4:24 AM

দ্য সিলেট পোস্ট” "সত্যের সন্ধানে সর্বক্ষণ" বর্ষপূর্তি অনুষ্ঠান
সংবাদপত্র হলো প্রাচীনতম এবং শক্তিশালী গণমাধ্যম। সংবাদপত্রকে বলা হয় কালের আয়না। সংবাদপত্রের মূল উদ্দেশ্য দেশ-বিদেশের বিভিন্ন ধরনের সংবাদ প্রদান করা হলেও আধুনিক সংবাদপত্র মানুষের দৈনন্দিন জীবন, সামাজিক-সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
https://thesylhetpost.com/ হল যুক্তরাজ্য থেকে প্রকাশিত একটি বাংলাভাষী অনলাইন সংবাদপত্র। নিউজ পোর্টালটি গত বছর "সত্যের সন্ধানে সর্বক্ষণ"" ট্যাগলাইন সহ সংবাদ সংগ্রহ এবং পরিবেশন শুরু করেছিল। এক ঝাঁক পেশাদার নিবেদিত সাংবাদিকদের নিয়ে সংবাদপত্রটি বছর পূর্ণ করেছে। নিউজ পোর্টালটি মুক্তিযুদ্ধ,স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি জেলা উপজেলা ও তৃণমূল থেকে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ সংগ্রহের প্রচার ও প্রসারে অঙ্গীকারবদ্ধ।
বর্ষপূর্তির এই আনন্দঘন মুহূর্তে অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২২ ইং দ্য সিলেট পোস্ট” অনলাইন নিউজ পোর্টাল যুক্তরাজ্যে Chotpoti Lounge, 256 Bethnal Green Rd, London E2 0AA আয়োজন করেছে "সত্যের সন্ধানে সর্বক্ষণ" বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২২ ইং । দ্য সিলেট পোস্ট” অনলাইন ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এডিটর বুলবুল আহমেদের সঞ্চালনায় অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর জনাব নাসিম আলী OBE,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নাজমা রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, নিউহাম কাউন্সিলর কাউন্সিলর রহিমা রহমান, এডিটর নিউজ পোর্টালের এডিটর আহাদ চৌধুরী বাবু, Brent কাউন্সিলের কাউন্সিলর রিতা বেগম, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর সাইদা চৌধুরি, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুধ মিয়া, কমিউনিটি নেতা জামাল খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র জনাব সাহিদ আলী, যুক্তরাজ্যস্থ কামালগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষক শামীম শাহেদ, ক্যামডেন আওয়ামী লীগ নেতা কবির মিয়া, নর্থ লন্ডন আওয়ামী লীগ নেতা শাহিন আহ্মেদ চৌধুরি,জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল বাছির, শিক্ষক সিরাজুল চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা দীপংকর তালুকদার ,জুবায়ের আহমেদ, মাহবুবুল হাসান বাচ্চু, সিলেট পোস্ট অনলাইন ডটকম এর মার্কেটিং এক্সিকিউটিভ নুরুজ্জামান রাসেল, কমিউনিটি নেতা দিলু রহমান, মোস্তফা চৌধুরী, লেখক ইয়াওর আলী, মোস্তাক আহমেদ, মুকিম বক্ত, আজিজ আহমদ রিপন, নাজমুল ইসলাম ইমন,আতিকুর রহমান, ফখরুল ইসলাম, আলী হামজা, আদিল রহমান, জাকির হোসেন পান্না প্রমুখ।
প্রধান অতিথি কাউন্সিলর জনাব নাসিম আলী OBE যুক্তরাজ্য থেকে বাংলাভাষী নিউজ পেপার পরিচালনার জন্য নজরুল ইসলাম, বুলবুল আহমদসহ সংশ্লিষ্ট টিমের প্রশংসা করেন।
বর্ষপূর্তির এই আনন্দঘন মুহূর্তকে স্মৃতিপটে ধরে রাখার জন্য কেক কেটে আনুষ্ঠানিকতা করেন প্রধান অতিথি কাউন্সিলর জনাব নাসিম আলী OBE, চটপটি লাউন্সের মুখরোচক খাবার স্টার্টার পানিপুরি দিয়ে শুরু হয়, ডিনার কাচ্চি বিরানী এবং পরিশেষে মাটির পাতিলে তান্দুরি চা বর্ষপূর্তি অনুষ্ঠানকে একটি ভিন্ন আমেজে দিয়েছে।
যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের সরব উপস্থিতি বর্ষপূর্তি আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছিল।