সংবাদ শিরোনাম
দ্বিতীয় রাউন্ডের ভোটেও এগিয়ে ঋষি সুনাক
১৪ জুলাই, ২০২২, 9:36 PM

NL24 News
১৪ জুলাই, ২০২২, 9:36 PM

দ্বিতীয় রাউন্ডের ভোটেও এগিয়ে ঋষি সুনাক
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা তথা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে শীর্ষস্থানে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। দ্বিতীয় রাউন্ডের ভোট ১০১ ভােট পেয়ে শীর্ষে রয়েছেন ঋষি সুনাক । ৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন পেনি মর্ডান্ট । তবে সুনাককে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রী । এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা লিজ ট্রাস ৬৪টি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ।দ্বিতীয় দফার ভোটে যে পাঁচজন প্রার্থী জয়ী হয়েছেন তারা হলেন: ঋষি সুনক, পেনি মর্ডান্ট, লিজ ট্রাস, কেমি বাদেনোচ, টম তুগেনঘাট । আগামী সোমবার কারা এগিয়ে থাকবেন, সেটাই এখন দেখার বিষয় । এদিকে দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটির পর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন সুয়েলা ব্রেভারম্যান । এদিকে লেবার নেতা স্যার কেয়ার স্টারমার আবার সাধারণ নির্বাচনের দাবী করেছেন । তিনি বলেন, কনজারভেটিভ পার্টি নেতা পরির্বতন করলেও বৃটেনের গত ১২ বছরের স্থবিরতার উত্তরণ হবে না ।
সম্পর্কিত