দুর্ঘটনার পর বাসে আগুন, দগ্ধ হয়ে নিহত ২০
২০ এপ্রিল, ২০২২, 10:49 PM

NL24 News
২০ এপ্রিল, ২০২২, 10:49 PM

দুর্ঘটনার পর বাসে আগুন, দগ্ধ হয়ে নিহত ২০
অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস এবং কারের সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে অন্তত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে।
পশ্চিম আফ্রিকার এই দেশটির সড়ক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, নিহতদের সবাই আগুনে পুড়ে মারা গেছে। এক বিবৃতিতে নাইজেরিয়ার বাউচি প্রদেশের ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) কমান্ড জানিয়েছে, ‘অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে নিহতরা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া একজন গাড়িচালক আহত হয়েছেন।’
উল্লেখ্য, রাস্তা ভালোভাবে রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে অনেক সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সেখানে সারা বছর জুড়ে গর্ত ও খানা-খন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় এবং এতে করে অসংখ্য মানুষের প্রাণহানি হয়।