দুই দফায় ২৭ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন, ২০২৫, 4:35 PM

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন, ২০২৫, 4:35 PM

দুই দফায় ২৭ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলো ছিল বেশ বিস্তৃত, যা দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে শুরু করে ওপরের দিকে গালিলি এবং উত্তরাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত। দশটি পৃথক স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র অথবা বড় শার্পনেল আঘাত হেনেছে, এবং এই স্থানগুলোতে, বিশেষ করে তেল আবিব এবং হাইফা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলাগুলোতে ঠিক কোন ধরনের ভবন আক্রান্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
ইসরায়েলি চিকিৎসা পরিষেবা থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত করতে চিকিৎসা কর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন।