দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত হামাস
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে, ২০২৪, 9:48 AM

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে, ২০২৪, 9:48 AM

দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত হামাস
রাফাহ এবং গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘ হোক না কেন তার ফলাফল শূন্য- এমন হুঁশিয়ারি দিয়ে এক ভিডিও বার্তায় হামাসের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ওই ভিডিও বার্তায় আবু ওবেইদা নামের এক হামাস যোদ্ধা বলেন, ‘জনগণের স্বার্থে আমরা পুরোপুরি লড়াই বন্ধে রাজি আছি। তবে আমরা শত্রুদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছি।’
ওবেইদা আরও বলেন, ‘তাদের কোনো অর্জন নেই। যুদ্ধেক্ষেত্রে তারা তাদের সৈন্যই হারাচ্ছে। হামাসের ব্যাপক শক্তি রয়েছে এ কথা বলছি না, তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।’
আবু ওবেইদা বলেন, ‘হামাস ইসরায়েলি শতাধিক যুদ্ধজানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যার মধ্যে রয়েছে, ট্যাঙ্ক, সেনাবাহিনী বহনকারী যান, বুলডোজার। এছাড়া হামাস টানেলে হামলাসহ রকেট ও মটার শেলের মাধ্যমে অনেকে ইসরায়েলি সেনার প্রাণ নিয়েছে।’
এদিকে গাজায় যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহুর গোড়ামির কারণে যুদ্ধবিরতির প্রক্রিয়া আবার স্থবির হয়ে গেছে। অন্যদিকে গাজা উপত্যকা থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গত ৭ অক্টোবর ইসরায়েলি স্মরণকালের ভয়বাহ হামলা চালায় হামাস। এ হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ ৮ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো হামলায় প্রায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।