দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী
৩১ আগস্ট, ২০২২, 5:19 PM

NL24 News
৩১ আগস্ট, ২০২২, 5:19 PM

দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকালের ছাত্রনেতারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আজকে আমরা দেখি অনেকেই দল ছেড়ে দেয় মন্ত্রিত্ব করার জন্য’।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে বঙ্গবন্ধুর নেয়া অগ্রগামী সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছে’।
তিনি আরও বলেন, ‘জাতির পিতার বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না। এটাই আমাদের সিদ্ধান্ত। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা এটা বাস্তবায়ন করে যাচ্ছি। একটি মানুষ যদি ভূমিহীন-গৃহহীন থাকে, সাথে সাথে খবর দিতে হবে। আমরা ঘর করে দিবো। এ বিষয়ে আমরা নেতা-কর্মীদের সহযোগিতা চাই। যার যার নিজের এলাকায় খোঁজ নিলেই জানা যাবে কোনো দুস্থ, গৃহহীন ও ভূমিহীন আছে কি না’।