ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত পটিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী আগামীকাল শপথ নেবেন ট্রাম্প, প্রথম দিন কী করবেন বাংলাদেশে এসে গাছ কাটার জন্য বিএসএফের দুঃখ প্রকাশ শরণার্থীদের দাবি মেনে ম্যানস্টনে তদন্তের ঘোষণা যুক্তরাজ্যের হোম অফিস টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্যের জনজীবন

#

নিজস্ব সংবাদদাতা

০৫ জানুয়ারি, ২০২৫,  5:56 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বিরল তুষারঝড়ের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া তুষারঝড়ে প্রায় ১,২০০টি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। হাড়কাঁপানো শীতের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।  

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তুষারপাতের ফলে ওয়েলস, মধ্য ইংল্যান্ড এবং উত্তর-পশ্চিম ইংল্যান্ডের লিভারপুল ও ম্যানচেস্টার অঞ্চলে দু’টি অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, রবিবার এই এলাকায় আরও ভারী তুষারপাত হবে।  

অন্যদিকে, শনিবার রাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত উত্তর ইংল্যান্ডের লিডস, শেফিল্ড এবং লেক ডিস্ট্রিক্টেও তুষারপাতের কারণে দ্বিতীয় সতর্কতা কার্যকর থাকবে।  

আবহাওয়া অফিস জানিয়েছে, তুষারপাতের মাত্রা ৩ সেন্টিমিটার থেকে ৭ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তবে কিছু গ্রামীণ এলাকায় তা ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। যার ফলে ওই এলাকাগুলো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নিচু এলাকাগুলোতে তুষারপাতের সঙ্গে বৃষ্টিও মিশতে পারে।  

তুষারপাতের কারণে ব্রিস্টল বিমানবন্দর শনিবার রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়। যাত্রীদের দীর্ঘ ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, রবিবারও আবহাওয়ার অবনতির কারণে বিমান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে।  

এই বিরূপ আবহাওয়ার কারণে রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা এবং জরুরি পরিষেবাগুলো চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা শীতের তীব্রতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী