ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
আলী আকবর মিন্টু পুলিশের জালে বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য সমালোচনা করলে অনেক উপদেষ্টা খেপে যান: রিজভী ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিলেন ব্রিটেনের সাবেক এমপি দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে ইদ্রিস মিয়া মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি পটিয়ায় এক দিনে দুই লাশ উদ্ধার কানাডা, মেক্সিকো ও চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর শুরু

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্যের জনজীবন

#

নিজস্ব সংবাদদাতা

০৫ জানুয়ারি, ২০২৫,  5:56 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বিরল তুষারঝড়ের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া তুষারঝড়ে প্রায় ১,২০০টি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। হাড়কাঁপানো শীতের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।  

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তুষারপাতের ফলে ওয়েলস, মধ্য ইংল্যান্ড এবং উত্তর-পশ্চিম ইংল্যান্ডের লিভারপুল ও ম্যানচেস্টার অঞ্চলে দু’টি অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, রবিবার এই এলাকায় আরও ভারী তুষারপাত হবে।  

অন্যদিকে, শনিবার রাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত উত্তর ইংল্যান্ডের লিডস, শেফিল্ড এবং লেক ডিস্ট্রিক্টেও তুষারপাতের কারণে দ্বিতীয় সতর্কতা কার্যকর থাকবে।  

আবহাওয়া অফিস জানিয়েছে, তুষারপাতের মাত্রা ৩ সেন্টিমিটার থেকে ৭ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তবে কিছু গ্রামীণ এলাকায় তা ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। যার ফলে ওই এলাকাগুলো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নিচু এলাকাগুলোতে তুষারপাতের সঙ্গে বৃষ্টিও মিশতে পারে।  

তুষারপাতের কারণে ব্রিস্টল বিমানবন্দর শনিবার রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়। যাত্রীদের দীর্ঘ ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, রবিবারও আবহাওয়ার অবনতির কারণে বিমান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে।  

এই বিরূপ আবহাওয়ার কারণে রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা এবং জরুরি পরিষেবাগুলো চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা শীতের তীব্রতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী