ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

তুরস্কের আপত্তি প্রত্যাহার, ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন-ফিনল্যান্ড

#

২৯ জুন, ২০২২,  4:34 PM

news image

ন্যাটোর সদস্যপদ পেতে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। দেশ দুইটিকে সদস্য পদ দিতে সমর্থন জানিয়েছে ন্যাটোর সদস্যভুক্ত দেশ তুরস্ক। যদিও শুরুর দিকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ দুইটির ন্যাটোতে যোগদানের বিষয়ে দেশটি বিরোধিত করে আসছিলো। বিবিসি

তখন তুরস্কের বিরোধিতার কারণ ছিল, তারা প্রকাশ্য দেখতে পেয়েছিলো স্ক্যান্ডিনেভিয়ার দেশ দুটি কুর্দি জঙ্গিদের পক্ষ অবলম্বন করছে যা তুর্কিয়েকে ক্ষুদ্ধ করে তুলেছিলো। তবে শেষ পর্যন্ত দেশটির সমর্থন পাওয়া দেশদুইটির ইচ্ছাকে বাস্তবায়নে সহায়তা করতে যাচ্ছে কারণ তুরস্কের সমর্থন ছাড়া স্ক্যান্ডিনেভিয়ান দেশ দুইটির পক্ষে ন্যাটোতে যোগদান করা সম্ভব হত না।

রাশিয়া দেশ দুইটির ন্যাটোতে যোগদানের ব্যাপারে কঠোর বিরোধিতা করছে এবং তারা ইউক্রেনের সাথে যুদ্ধকে অযুহাত হিসেবে দেখিয়ে পশ্চিমা সামরিক প্রতিরক্ষার মিত্রকে সম্প্রসারণে নিজেদের এই অবস্থা তুলে ধরেছে। কিন্তু ইউক্রেনের উপর মস্কোর আক্রমণ বিপরীত অবস্থা তৈরি করেছে ফলে সুইডেন ও ফিনল্যান্ডের জন্য ন্যাটোতে যোগদানের পথটা অনেকটা সুগম হয়েছে। তুরস্ক, সুইডেন ও ফিনল্যান্ড তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী তুর্কিয়ের উদ্বেগের সমাধানমূলক একটি নিরাপত্তা চুক্তিতে সাক্ষর করেছে।  

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, সন্দেহভাজন জঙ্গিদের তুরস্কের কাছে প্রত্যার্পনের ভিত্তিতে সুইডেন ন্যাটোতে তার যোগদানের  কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে। এ স্ক্যান্ডেনেভিয়ার দেশ দুইটি তুরস্কের উপর থেকে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞাও তুলে নিবে।

ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নিনিস্টো বলেছেন, তিন দেশের সাক্ষর যুক্ত স্মারকলিপি তাদের উপর নিরাপত্তার হুমকির বিপক্ষে তাদের প্রত্যেকের জন্য নিরাপত্তার সমর্থন হিসেবে কাজ করবে। আর সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেছেন, এটার ন্যাটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপর দিকে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েফ এর্দোয়ানের কার্যালয় থেকে বলা হয়েছে সুইডেন ও ফিনল্যান্ডের কাছ থেকে যেটা পওয়ার ছিল সেটাই আদায় করে নিয়েছি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী