তরুণকে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা
২৮ এপ্রিল, ২০২২, 11:20 AM

NL24 News
২৮ এপ্রিল, ২০২২, 11:20 AM

তরুণকে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা
অনলাইন ডেস্ক : পশ্চিম তীরের জেনিনে শোক মিছিলে অংশ নেন হাজারো মানুষ ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ নিয়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার (২৭ এপ্রিল) জেনিনের শরণার্থী শিবিরে অভিযানের সময় ফিলিস্তিনি তরুণ আহমাদ ফাথি মাসাদের মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।
বুধবারের এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরাইলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানা যায়।
গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। ফিলিস্তিনিরা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। নিরিহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর অব্যাহত দমন-পীড়নের তীব্র নিন্দা জানান বিক্ষুব্ধরা। প্রতিবাদ মিছিলে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন ইসরাইলি বাহিনীর সঙ্গে আন্দোলনকারীরা।