ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
রামুতে মারধর ও ভয়ভীতি প্রদর্শনে টাকা ছিনতাই যুবক গ্রেফতার যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্বনাথের জাকারিয়া দুলাল বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্লে ফাইনডিং কালার প্রতিযোগিতায় আয়েশা আফরিনের ২য় অর্জন। ’’নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা’’ বিসিএ নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ জালিয়াতি করে মনোনয়নপত্র কিনছে সরকার: রিজভী যুক্তরাষ্ট্র পরাশক্তি, উপেক্ষা করতে পারি না: ড. এ কে আব্দুল মোমেন "গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল আহবায়ক কমিটি গঠন পটিয়ায় সংবর্ধিত মোতাহেরুল ইসলাম চৌধুরী পটিয়ায় নৌকার মাঝি মোতাহেরুল ইসলাম চৌধুরী

তফসিলকে স্বাগত জানিয়ে পটিয়ায় মুহাম্মদ বদিউল আলমের আনন্দ মিছিল

#

নিজস্ব সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৩,  11:08 AM

news image

পটিয়া:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগতম জানিয়ে পটিয়া পৌর শহর এলাকায় আনন্দ মিছিল করেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নেতাকর্মীদের ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’, ‘উন্নয়নের ধারা, বজায়  রাখা দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ দলীয় প্রতীক নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


মুহাম্মদ বদিউল আলম বলেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী যথাসময়ে তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো দল আসলো কারা আসলো না সেটি দেখার বিষয় নয়। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনা সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা দলীয় নেতাকর্মীরা চালিয়ে যাবেন। রাজনীতির নামে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।


তিনি আরো বলেন, তফসিল ঘোষণা করায় আমরা আনন্দ মিছিল করেছি। এই সরকারের অধীনেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সফল করতে যথাসম্ভব দলীয় নেতাকর্মীরা চেষ্টা করে যাব। অবরোধের নামে কেউ যদি গাড়ি পোড়াতে আসে এবং সাধারণ মানুষের ক্ষতি করতে আসে তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করব। এই এলাকায় যেকোনো আগুন সন্ত্রাস মোকাবিলায় আমরা মাঠে রয়েছি, সজাগ রয়েছি। কেউ সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।


এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, নোমান সরওয়ার দুলাল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোখতার আহমদ আরিফ, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফজল আহম্মদ দৌলতী, সুজন বড়ুয়া, আবু ছৈয়দ লালু, নবী হোসেন, রিটন বড়ুয়া, হাসান শরীফ, মামুন উদ্দিন, শ্রমিক লীগ নেতা জমশেদুল হক, খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা অধ্যাপক আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম শাহীন, সিদ্ধার্থ বড়ুয়া, সাইফুল ইসলাম, সালাউদ্দীন ইমরান, সাইফুল আজম রুনেল, আবু তৈয়ব, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম জুয়েল, মাসুদুল ইসলাম, ছৈয়দ নুর, মোঃ সাইফু, আবদুর শুক্কুর, টিপু বিশ্বাস, মোঃ আসাদ, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন, নুরুল ইসলাম রুবেল, জাহেদ, বাবু সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল