ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
পদত্যাগপত্রে কী লিখেছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে অ্যাপলের বিরুদ্ধে ১৮০ কোটি ডলারের মামলা যুক্তরাজ্যে টিউলিপের পর আলোচনায় সালমানপুত্র মা'র জন্য দোয়া চাইলেন তারেক রহমান টিউলিপ ইস্যুতে এবার ঘি ঢাললেন ড. ইউনূস বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ পটিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত শেষ ওভারে ৩০ রান তুলে অবিশ্বাস্য জয় রংপুরের ফ্ল্যাট বিতর্কের পর প্রকাশ্যে টিউলিপ

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

#

২৯ মে, ২০২৪,  4:16 AM

news image

গত ২৬ মে রবিবার ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন সেলিম এবং জেনারেল সেক্রেটারি ইয়ামিম রুহুল হোসেন দিদারের উপস্থাপনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংস্থার সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সদস্যবৃন্দ সংস্থার বিগত দিনের কার্যক্রমের প্রসংশা করেন। উল্লেখ্য সম্প্রতি ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইংল্যান্ডে একটি বাড়ি ক্রয় করেছে। দ্বি-বার্ষিক সভায় প্রেসিডেন্ট নুর উদ্দিন শানুর, জেনারেল সেক্রেটারি ইয়ামিম রুহুল হোসেন দিদার, ট্রেজারার মোহাম্মদ শামীম আহমদ সহ কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

পরে নির্বাচন কমিশন নব-নির্বাচিত কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য নির্বাচনে নিজাম-বাছির-জাকির প্যানেল নির্বাচিত হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আমিনুর রশীদ খান, নির্বাচন কমিশনার মোহাম্মদ নেজাম উদ্দিন নজরুল ও খায়রুল আলম উপস্থিত ছিলেন। 

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার নব-নির্বাচিত (২০২৪ -২০২৬) কমিটির প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির এবং ট্রেজারার জাকির হোসেন সহ পূর্ণাঙ্গ ইসি কমিটির সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট ইয়ামীম রুহুল হোসেন দিদার, দেলওয়ার আহমদ শাহান ও মোঃ সেলিম আহমদ। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শামীম আহমদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সাদেক আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আনোয়ার শাহজাহান, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, অ্যাডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন এবং ফান্ডরাইজিং সেক্রেটারি সোহেল আহমদ। নব-নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার হলেন, মামুনুর রশীদ খান, আবজল হোসেন, খালেদ আজিমউদ্দিন জামাল, ইকবাল আহমদ চৌধুরী, আমিন উদ্দিন, দেলোয়ার হোসেন, মোঃ জুবায়ের সিদ্দিকী, মোঃ কামরুজ্জামান কামরান, টিপু রহমান, আজিজুর রহমান, মামুন আহমদ, জাবেদ আহমদ এবং মোঃ আবু সায়েদ রাজিব। 

নব-নির্বাচিত কমিটির প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির এবং ট্রেজারার জাকির হোসেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী