ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ড্যারাগ ঝড়ের ধাক্কায় ছিন্নভিন্ন ব্রিটেন, সতর্কবার্তা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৪,  5:58 PM

news image
ছবি: সংগৃহীত

শক্তিশালী ঝড় ‘ড্যারাগ’ শনিবার ভোরে ব্রিটেনজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘণ্টায় ৯৩ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার কারণে মানুষের জীবন ও সম্পত্তির ওপর গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে। দেশজুড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় লক্ষাধিক মানুষ এবং বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সেতু ও রেল পরিষেবা। ঝড়ের তাণ্ডবে ক্রিসমাসের উৎসব ও ক্রীড়া ইভেন্ট বাতিল করা হয়েছে। 

শনিবার ভোর ৩টা থেকে সকাল ১১টা পর্যন্ত ওয়েলস এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উপকূলে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। প্রায় ৩০ লাখ মানুষকে ফোনে জরুরি বার্তা পাঠিয়ে ঘরের বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তর ওয়েলসের ক্যাপেল কুরিগে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৯৩ মাইল। এছাড়া ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের উপকূলে ৭২-৭৮ মাইল গতিতে বাতাস বয়ে যায়। ঝড়ের কারণে হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক জায়গায় গাছ পড়ে গাড়ি ভেঙে যায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ৮৬ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। তবে রাতের মধ্যে পৌনে ৪ লাখ গ্রাহকের সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে।

ঝড়ের কারণে প্রিন্স অফ ওয়েলস ব্রিজ (এম৪) এবং সেভার্ন ব্রিজ (এম৪৮) বন্ধ রাখা হয়েছে। লিভারপুল ও এভারটনের মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট বাতিল করা হয়েছে। স্থগিত হয়েছে কার্ডিফ সিটির ওয়াটফোর্ডের সঙ্গে ম্যাচও।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূল ও পাহাড়ি এলাকায় বাতাসের গতি ৯০ মাইল পর্যন্ত হতে পারে। শুক্রবার রাত থেকেই আয়ারল্যান্ডের মেট ইরিন অফিসও উচ্চ সতর্কতা জারি করে। 

যুক্তরাজ্যের রেল নেটওয়ার্কে ব্যাপক বিঘ্ন ঘটেছে। ওয়েলসের কার্ডিফ থেকে পশ্চিমাঞ্চল এবং উত্তর ওয়েলস উপকূলের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ইংল্যান্ডের ডার্টফোর্ড ক্রসিং এবং পশ্চিম মিডল্যান্ডসের এ৫ মহাসড়ক বন্ধ রয়েছে।

বিপজ্জনক আবহাওয়ার কারণে ক্রিসমাসের বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। লন্ডনের হাইড পার্কের ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’ বন্ধ রাখা হয়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে স্টোনহেঞ্জ এবং লংলিট সাফারি পার্ক।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী