নিজস্ব সংবাদদাতা
২৭ জুন, ২০২৪, 2:42 PM
ডিম ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করে বিক্রি এবং এসএমএসের মাধ্যমে ডিমের বাজারদর নিয়ন্ত্রণ করার অভিযোগে এক পাইকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে বিশেষ এই অভিযান চালান সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
সাংবাদিকদের তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানাতুল্লা এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে মঙ্গলবারও দশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।
কিন্তু ওই ব্যবসায়ী আবারও একই অপরাধ করায় তাকে এবার জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে বলে জানান জব্বার মণ্ডল।
তিনি আরও বলেন, অভিযুক্ত এই ব্যবসায়ী আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মোবাইল এসএমএসের মাধ্যমে বাজার দর ঠিক করে দিতো।
বাজারদর স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।