সংবাদ শিরোনাম
ট্রেন লাইনচ্যুত হয়ে ৬০ জন নিহত
১৩ মার্চ, ২০২২, 10:15 AM

NL24 News
১৩ মার্চ, ২০২২, 10:15 AM

ট্রেন লাইনচ্যুত হয়ে ৬০ জন নিহত
অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোর লুলাবা প্রদেশে শুক্রবার গভীর রাতে দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
প্রাদেশিক কর্মকর্তা জেয়ান সেরগা লুমু গণমাধ্যমকে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সাত যাত্রীর লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে গেছেন। আরও ৫৩ জনের লাশ দুর্ঘটনাস্থলে পড়েছিল।
এ ঘটনায় অসংখ্য যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লুবুডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি মুয়েনেডিতো শহর থেকে লুবুমবাশি যাচ্ছিল।
সম্পর্কিত