ট্রাম্পের হস্তক্ষেপে কি মিটবে তুরস্ক-ইসরায়েল উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল, ২০২৫, 5:03 PM

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল, ২০২৫, 5:03 PM

ট্রাম্পের হস্তক্ষেপে কি মিটবে তুরস্ক-ইসরায়েল উত্তেজনা
মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যস্থতা। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বৈরিতা ও নীতিগত দ্বন্দ্বের মাঝে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আশ্বাস দিয়েছেন, "যুক্তিসঙ্গত" শর্তে তিনি এ বিরোধ মেটাতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই উদ্যোগ কি দুই মিত্র দেশের মধ্যে জমে থাকা বরফ গলাতে পারবে? নাকি উত্তপ্ত ভূ-রাজনীতির পুনরাবৃত্তিই ঘটবে?
সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, "তুরস্কের সঙ্গে ইসরায়েলের কোনো সমস্যা থাকলে আমি তা সমাধান করতে পারব। তবে আপনাকে যুক্তিসঙ্গত হতে হবে। আমরা সবাইকে যুক্তিসঙ্গত হতে হবে।" তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথেও নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "এরদোয়ান একজন কঠোর ও প্রখর বুদ্ধিমত্তাসম্পন্ন নেতা। তিনি এমন কিছু করেছেন, যা গত ২,০০০ বছরে কেউ করতে পারেনি।" ট্রাম্পের মতে, গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পেছনে তুরস্কের ভূমিকা ছিল।
ইসরায়েল গত কয়েক মাস ধরে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত ৪ এপ্রিল সতর্ক করে বলেন, ইসরায়েলের এই হামলাগুলো সিরিয়ার নতুন সরকারকে দুর্বল করছে এবং আইএস-এর মতো জঙ্গিগোষ্ঠীকে পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি করছে। এতে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে। তবে তুরস্ক ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষ এড়াতে চায় বলেও জানান তিনি।