ঢাকা ০৩ জুন, ২০২৩
সংবাদ শিরোনাম
রামুতে ৮০ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ মহেশখালী দ্বীপের শীর্ষ ডাকাত অস্ত্রসহ আটক কক্সবাজারে আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার স্ত্রীর ভরণ-পোষণে সামাজিক বাস্তবতা ও দেওয়ানী প্রতিকার সাগরে ইন্জিনবিকল হওয়া ট্রলার থেকে ২১ জেলে উদ্ধার চকরিয়ায় তিনদিনে তিন শিক্ষার্থীর মৃত্যু রামুতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রামুর আইনশৃঙ্খলা সুন্দর পরিবেশে ঐক্যবদ্ধভাবে বজায় রাখতে হবে - কাজল কক্সবাজার এলএ শাখার শীর্ষ দালাল বেপরোয়া হাবিব সিন্ডিকেট মা-বাবার দায়িত্ব নিলেন তরুণী, বেতন ৫৭০ ডলার

টাওয়ার হেমলেটস ফ্রেন্ড’স অব লেবার এর উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ে আনন্দসভা অনুস্টিত

#

১০ মে, ২০২৩,  2:35 AM

news image

লন্ডন : গত ৪ মে ব্রিটেন জুড়ে অনুস্টিত স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ব্যাপক বিজয়ে এক  আনন্দসভা অনুস্টিত হয়। টাওয়ার হেমলেটস ফ্রেন্ড’স অব লেবার এর উদ্যোগে গত সোমবার টাওয়ার হেমলেটস এর স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে টাওয়ার হেমলেটস ফ্রেন্ড’স অব লেবার এর কোর- কো অরডিনেটর ডক্টর আনিছুর রহমানের আনিছের সভাপতিত্বে এবং নাজমা হুসেইন, হামিদা ইদ্রিস, শাহেদা রহমান ও আনোয়ার মিয়ার যৌথ উপস্থাপনায় অনুস্টিত অনুস্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস। 

সভায় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, এই নির্বাচনের ফলাফল আগামী নির্বাচনে প্রভাব ফেলবে এবার আমরা একসাথে কাজ করলে লেবার দল অন্যন্য কাউন্সিলেও তাদের সুদৃঢ় বিজয় অরজন করতে পারবে। সাবেক লিডার হেলাল আব্বাস বলেন, একসাথে মিলেমিশে কাজ করলে আমরা যেকোন কাজে সফলতা পেতে পারি। লেবার দল গত ৪ তারিখ নির্বাচনে সারাদেশে নতুন ৬৩৫ জন কাউন্সিলর পেয়েছে এবং আরও ২৩টি কাউন্সিলে নতুন করে জয়লাভ করেছে। 


অন্যদিকে টরি দল তাদের ৫০টি কাউন্সিলে ফেল করেছে। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে লেবার দলের বিজয় নিশ্চিত করা সম্ভব আর এজন্য আমাদেরকে এক সাথে কাজ করতে হবে।বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক মেয়র সেলিম উল্লাহ, সাবেক মেয়র মতিনুজ্জামান, সাবেক স্পিকার ভিক্টোরিয়া অভাজি, চিপ হুইপ কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর জেমস কিং, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মামুন রশিদ, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সাবেক কাউন্সিলর তারিক খান, সাবেক কাউন্সিলর শাহ সুহেল আমিন,


কাউন্সিলর মাহফুজ ফারুক, কাউন্সিলর সাবিনা খান, কাউন্সিলর লুতফা রহমান, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারী দেলওয়ার হুসেন, আনোয়ার পুনেকার, জাকির হুসেন জাহাঙ্গির, রফিক উল্লাহ, আনসারুল হক, মানবাধিকার কর্মী আনছার আহমেদ উল্লাহ, ব্যরিস্টার আবু সুফিয়ান, আলি আহমেদ বেবুল, হুসনে আরা মতিন,সাবেক কাউন্সিলর রুহুল আলম,আশিক রহমান, সাংবাদিক নাজমুল হুসেন, সাংবাদিক আব্বাস জামান, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সুয়েজ মিয়া, কামরুন নাহার, শিউলি সরকার, মাহমুদা বেগম, আবুল হুসেন, ফয়সল আহমেদ, শাকিল আহমেদ, সাইমুল, মিসবাহ মাসুম, আবুল কাশেম সহ আরও অনেকে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল